







বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অলরাউন্ডার মোহা’ম্ম’দ রফিক।
ব্যক্তি হিসেবে সবার কাছে একজন মাটির মানুষ হিসেবেই পরিচিত মোহা’ম্ম’দ রফিক।
সহজ সরল প্রকৃতির এই মানুষটি সবারই কাছে একটি প্রিয় মুখ। আইসিসি ট্রফি জয়ের পর উপহার হিসেবে ক্রিকেটারদের জমি দিয়েছিল সরকার।




রফিক সেই জমি দান করে স্কুল নির্মাণ করেছিলেন। এই দানের কথা এখনো মানুষ শ্র’দ্ধার সাথে স্মর’ণ করে। তবে এখানেই থেমে থাকেননি মোহা’ম্ম’দ রফিক।
এখনো গরিব-দুঃখীদের পাশে সব সময় পাশে দাঁড়ান তিনি। রাজধানীর কেরানীগঞ্জে এখনো মানুষের সেবা করে চলে আসছেন মোহা’ম্ম’দ রফিক।




ইতিমধ্যেই দেড়শ শতাংশ জায়গায় মসজিদ কব’রস্থান এবং মা’দ্রাসা বানিয়ে দিয়েছেন মোহা’ম্ম’দ রফিক।
বিডিক্রিকটাইম কে দেওয়া একই ভিডিও সাক্ষাৎকারে মোহা’ম্ম’দ রফিকের জানান, মানুষের জন্য নতুন করে অনেক কিছুই করেছি।
কিছুদিন আগে আমা’র এক সহযোগী সাথে দেড়শ শতাংশ জায়গায় কবরস্থান, মসজিদ এবং মা’দরাসা বানিয়ে দিয়েছি।




আমা’র নিজস্ব জায়গার উপর। এটা কেরানীগঞ্জের সবচেয়ে দামি জমির এলাকা। আরও কিছু জায়গা আছে, এর মধ্যে দশ শতাংশ জায়গা মসজিদ বানানোর জন্য রেখেছি। আরও দশ শতাংশ জায়গা রেখেছি, ওখানে স্কুল বানিয়ে দিব।



















