









সম্প্রতি স্টেট্ ব্যাঙ্ক নিয়োগ করতে চলেছে প্রচুর কর্মী। কর্মীদের স্বেচ্ছাবসরের কথা জানানোর ২৪ ঘণ্টার মধ্যে SBI ১৪ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করলো। এই বিষয়ে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ‘ব্যাঙ্কের ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে। যার জন্য চলতি বছরে ১৪ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। দেশের বেকার যুবক প্রজন্মকে প্রশিক্ষণ ও দক্ষ করে ব্যাঙ্কের একমাত্র লক্ষ্য। জাতীয় শিক্ষানবিশ প্যকল্পের অধীনে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে SBI।’





ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে এসব উপাদান
ত্বক সুন্দর রাখতে কে না চায়। এবং ত্বকের সৌন্দ্যর্য ও উজ্জ্বলতা বাড়াতে আমরা সবাই কতকিছুই না করে থাকি। বাজারে কেনা প্রসাধনী,তবে প্রসাধনী কি সবসময় সমান কাজে লাগে। তাই বাজারে কেনা প্রসাধনী থেকে বাড়িতে ঘরোয়া উপায়ে ব্যবহৃত টোটকা বেশি কাজে লাগে। তাই কিভাবে ঘরোয়া উপায়ে সহজেই ত্বকের উজ্জ্বলতা বাড়াবেন,জানুন-





১.বেসন ও দুধ
দুধের মধ্যে একটু বেসন মেখে সারা মুখে মুখে লাগিয়ে জল দিয়ে ধুয়ে ফেলুন,সারামুখের যত ধুলো ময়লা সব বেরিয়ে যাবে।
২.অলিভ অয়েল
অলিভ অয়েল নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করা যায়। এছাড়া সূর্য্যাস্তের পর কোথাও বের হলে মুখে আলত করে অলিভ অয়েল মেখে বের হতে পারেন।





৩.কফি ও নারকেল তেল
কফি আর নারকেল একসাথে মিশ্রণ করে স্ক্রাবের ক্ষেত্রে খুব উপকারী। তবে ঘনঘন স্ক্রাব করবেন না। আর চোখের আশেপাশে স্ক্রাব করবেন না। সপ্তাহে দু’বার কফি আর নারকেল অথবা আমন্ড অয়েলের মিশ্রণ দিয়ে স্ক্রাব করলে ডেড সেল ঝরে যাবে।
























