Home / News / ৭৫০ কেজির বিশালাকৃতি মাছ ধরে মৎস্যজীবীর রাতারাতি ভাগ্য বদল

৭৫০ কেজির বিশালাকৃতি মাছ ধরে মৎস্যজীবীর রাতারাতি ভাগ্য বদল

মৎস্যজীবীদের জালে বড় সাইজের মাছ ধ’রা পড়ার ঘটনা নতুন নয়। তবে এবার যেটা হল, সেটা সত্যিই বিরল। তবে এবার ঘটনাস্থল দীঘা বা ওড়িশা উপকূল নয়। এবার ঘটনাস্থল কর্ণাটক। সেখানে মৎস্যজীবিদের জালে ধ’রা পড়েছে ৭৫০ কেজির বিশালাকৃতি মাছ, যা দেখে কার্যত ‘হতবাক মৎস্যজীবীরাই।

ম’ঙ্গলবার নৌকা নিয়ে মাঝসমুদ্রে রওনা হন সুভাষ সাইলান নামে এক মৎস্যজীবী। আর তাঁর জালেই ধ’রা পড়ে এই শংকর মাছ। এর স’ঙ্গে আড়াইশো কেজির আরও একটি মাছ জালে ধ’রা পড়ে। সুভাষ যখন মাছ নিয়ে উপকূলে আসেন, তখন মাছ দুটি বয়ে নিয়ে যেতে একট ক্রেন নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির। এর মুখ হয় অনেক বড়, শিং-এর মত ধা’রাল লেজ। এই মাছ বিরল প্রজাতির।

ভারতে খুব বেশি সংখ্যায় দেখা যায় না। এই ধরণের মাছ সাধারণত উষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে কর্ণাটকের নাগাসি’দ্ধির মৎস্যজীবীদের জালে এমন বিশালাকৃতি মাছ ধ’রা পড়ার ঘটনা সত্যিই বিরল।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...