মানুষ যে কত খেতে পারে তা আপনিও কল্পনাও করতে পারবেন না। দাদু -ঠাকুমা দেড় কাছে শোনা যায় এক সময় নাকি এমন ছিল যে অনুষ্ঠান বাড়িতে খাওয়া নিয়ে একে ওপরের মধ্যে হতো প্রতিযোগিতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেলো সেই দাদু -ঠাকুমার কথার মিল। যারা খেতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি একটি দারুন উদাহরণ।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে দুজন স্বামী-স্ত্রী তাদের সামনের খাওয়ার টেবিলে নিয়ে বসেছেন পাহাড় প্রমান ভাত। আর সাথে সাজানো রয়েছে মাছ -মাংস সহযোগে সাতটি পদের রান্না। অনেকেই শুরুতে ভেবেছিলো তারা হয়তো খেতেই পারবে না। কিন্তু সকলকে ভুল প্রমান করে তারা দুজন খেয়ে দেখালো সম্পূর্ণ ভাত।
তবে য্খনতারা বিভিন্ন পদ দিয়ে খেতে শুরু করে শেষ করে দিলেন তখন সকলেই অবাক হয়ে গেলেন। আর ভিডিও হয়ে গেলো ভাইরাল। আর ভাইরাল হবেই বা না কেন তাদের কাছে যেসব পড়ছিলো সেগুলি ছিল খুব লোভনীয়। সেই পদের ভ্যালিকাতে ছিল উচ্চে আলুর তরকারি ,রুই মাছের ঝোল,রুই মাছের মাথা দিয়ে মুসুর ডাল , চিকেন কষা, দই কাতলা আরও অনেক কিছু।