ভারতীয় বাজারে সোনা ও রুপোর দাম লাগাতার কমে চলেছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে শুক্রবার সোনার ডিসেম্বরের ফিউচার দাম ০.১৩ শতাংশ অর্থাৎ ২.৫০ ডলার কমে ১৯০৬.৪০ ডলার প্রতি আউন্সে বন্ধ হয়েছে ৷
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ৯.৪২ ডলার কমা’র স’ঙ্গে ১৮৯৯.২৯ ডলার প্রতি আউন্সে বন্ধ হয়েছে ৷ রুপোর ডিসেম্বরের দাম বেড়ে ২৪.৪১ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ০.১৪ ডলার কমে ২৪.১৬ ডলার প্রতি আউন্সে বন্ধ হয়েছে ৷
বিশেষজ্ঞদের মতে সোনার দাম পড়ে যাওয়া মানে এটা নয় যে পুরনো দাম হয়ে যাব’ে ৷ শেয়ার বাজারের হিসেবে সোনার দাম বিচার করলে আপনি ভুল করবেন ৷ আপাতত সোনার দাম ৫০,০০০ টাকা ও রুপোর দাম ৬০,০০০ টাকার আশপাশে রয়েছে ৷
আগামী দিনে সোনার দাম কমতে বা বাড়তে পারে ৷ বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন দীপাবলির আগে সোনার দাম সেভাবে বাড়ার বা কমা’র সম্ভাবনা নেই ৷ দীপাবলি পর্যন্ত সোনার দাম ৫০ থেকে ৫২ হাজার টাকা প্রতি ১০ গ্রামে থাকবে ৷
বিশেষজ্ঞরা আরও জানিয়েছে যে গত কয়েকদিনে সোনার দাম পড়ে যাওয়ার মূখ্য কারণ গত দু’মাসে ডলারের তুলনায় টাকার মূল্য বাড়ায় ৷ আপাতত ১ ডলার অর্থাৎ ৭৩ থেকে ৭৪ টাকা ৷ করো’না সঙ্কটের প্রথম দিকে ডলারের তুলনায় টাকার মূল্য ৭৮ টাকা পর্যন্ত হয়ে গিয়েছিল ৷ টাকা মজবুত হওয়ায় সোনার দাম অনেকটা পড়ে গিয়েছে ৷