চিংড়ির মীন ধ’রতে গিয়ে বিশাল সাইজের এক ভোলা ভে’টকি মাছ আ’টকে গেল জালে। ওজনে প্রায় ৫২ কেজি! এই ঘটনা ঘটেছে ভা’রতের সাগরদ্বীপের চকফুলডুবি গ্রামে। মাছটিকে দেখতে হইচই পড়ে যায়। ভে’টকি মাছটি প্রায় তিন লাখ টাকারও বেশি দামে বিক্রি হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চকফুলডুবি গ্রামের বাসিন্দা এক বৃদ্ধা মীন ধ’রতে গিয়েছিলেন। হঠাৎ মীন ধ’রার জা’লে বিশালাকার মাছটি জ’ড়িয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, কোনও জাহাজ বা নৌকায় ধা’ক্কা খেয়ে মাছটির গায়ে আঘা’ত লেগেছিল। ক্ষ’তবি’ক্ষ’ত অবস্থায় পাড়ের দিকে কোনও ভাবে ভে’সে আসে মাছটি। সকালে প্রতিদিনের মতো মীন ধ’রতে গিয়েছিলেন বৃদ্ধা। আচমকা বিশালাকার মাছটি জালে পড়তেই পরিবারের লোকজনকে ডেকে আনেন তিনি।
অতিকায় মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে চলে আসেন মাছ ব্যবসায়ীরা। অল্প সময়ের মধ্যে হই চই পড়ে যায় চকফুলডুবি গ্রামে। মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেন।
শেষ পর্যন্ত ৫২ কেজি ওজনের ভোলা ভে’টকি ৬ হাজার ২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়ে যায়। চকফুলডুবি গ্রামের বাসিন্দারা মজা করে বলেছেন, মাছ বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে গেলেন ওই বৃদ্ধা। তিনি একটি মাছ বিক্রি করে পেয়েছেন তিন লাখ ৩০ হাজার ২০০ টাকা!