Home / Health / ৫টি ঘরোয়া উপায়ে গলা ও ঘাড়ের ত্বক ফর্সা করুন

৫টি ঘরোয়া উপায়ে গলা ও ঘাড়ের ত্বক ফর্সা করুন

আমাদের মাথার ঠিক পেছনটা সূর্যের রশ্মি সোজাসুজি আর বেশি পায়, এবং তাই এটি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তাই লক্ষ্য করবেন যে আপনার গলা ও ঘাড়ের ত্বক আপনার শরীরের অন্নান্ন জায়গাকার ত্বকের থেকে প্রায় এক কিংবা দুই পড়ত বেশি কালো হয়ে পড়ে। কিন্তু এই গলা ও ঘাড়ের ত্বক কে সাদা বা ফর্সা করা খুব কঠিন কাজ নয়। যদিও গলা বা ঘাড় আমাদের কাছে অনাবিষ্কৃত ক্ষেত্র বলে মানি হয়, এইজায়গায় সাদা বা ফর্সা রং ফিরিয়ে আনা মোটেই কষ্টকর নয়। তাই ব্যয়বহুল ও রসায়ন ভিত্তিক প্রোডাক্ট গুলি না বেবহার করে এই কয়েকটি সম্পূর্ণরূপে ঘরে তৈরী উপায়ে আপনার গলা ও ঘাড়ের ত্বক পরিষ্কার, ফর্সা বা সাদা করুন।

১. পাতি লেবুর রস দিয়ে ব্লিচিং

আপনার রান্নাঘরে অনায়েসে যে লেবুটি এসে থাকে সেটির কিন্তু প্রবল ব্লিচিং ক্ষমতা আছে , কারণ এতে আছেই সাইট্রিক অ্যাসিড যা প্রাকৃতিক এবং ব্লিচিং
এ সাহায্য করে থাকে। তাই এ দিয়ে আপনার কালো ত্বক কে উজ্জ্বল করে দাওয়া সহজ। লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন একটু গোলাপ জল , এবং রাত্রে
শোবার আগেই এই মিশ্রণটি গলায় ও ঘাড়ে মেখে শুন। সকালে উঠে গলা ও ঘাড় ভালো করে ধুয়ে ফেলুন। অবিলম্বেই পরিবর্তন আপনার চোক পরবে।

২. ওট্স ব্যবহার করে

ওট্স শুধু খাবার জন্যই নয়, এর উপকারিতা গলার ত্বক উজ্জ্বল করার জন্যও বটে। ওটস এ আছে এমন স্বাভাবিক ও প্রাকৃতিক ত্বক উজ্জ্বল করার
ক্ষমতা যা আপনার কালো ত্বক কে করবে স্বাস্থ্যোজ্জ্বল এবং এর থেকে মিটিয়ে দেবে গাঢ পিগমেন্টেশনের ছাপ। স্ক্রাব টি বানানোর জন্য ওটস, টমেটোর নির্যাস, জল ও ময়শ্চারাইসার এক সঙ্গে মিলিয়ে নিতে হবে। এরপর এই লেই গলায় ও ঘাড়ে মেখে কিছুক্ষন রেখে দিতে হবে। তারপর ধুয়ে ফেলতে হবে। টমেটোর নির্যাসে আছে ত্বক উজ্জ্বল করার প্রাকৃতিক ক্ষমতা আর ওটস আপনার ত্বক কে নির্মল করে তোলে।

৩. কমলা লেবুর খোসা

কমলা লেবুর খোসা তে আছে ভিটামিন সি ও এন্টিঅক্সিডেন্টস যা ত্বক কে উজ্জ্বল করে এবং সর্বসমেত ত্বকের সাদা হওয়াতে সাহায্য করে। এবং এতে যে
মণিক আছে তা আপনার ত্বক কে স্বাস্থ্যোউজ্জ্বল এবং পুনর্যৌবন লাভ করতে সাহায্য করে। কমলা লেবুর খোসা বেটে দুধের সঙ্গে মিশিয়ে একটি প্রলেপ বানান। এটি ঘাড়ে ওর গলায় লাগিয়ে খানিক্ষন বসতে দিন। তারপর ধেয়ে ফেলুন।

৪. শশা

শশা একটি ত্বক পরিষ্কার করার প্রতিনিধি। এটি ত্বকের উপরের স্তরকে সরিয়ে নিচের উজ্জ্বল ত্বকের প্রকাশে সাহায্য করে। এ দুটো পদ্ধতি আপনার ত্বকের কালো পিগমেন্টেশন কে রোধ করে তাকে উজ্জ্বল বর্ণ ও পরিষ্কার করে তোলে। শশাতে আরো আছে ত্বককে স্নিগ্ধ ও শীতল করার শক্তি যা ম্যাজিকের মতো কাজ করে। কিছু শসার টুকরো বেটে কালো ত্বক এ লাগান ২০ মিনিট পর্যন্ত। ত্বকের ওপর থেকে সব রকম ময়লা ও ডেড স্কিন সরিয়ে দিতে এটি সাহায্য করবে।

৫. এলো ভেরা

ত্বকের সুবিধা বা উপকারে এলো ভেরার একটি অন্যতম নাম যা ভালো ভাবে প্রমাণিত আছে। এটি একটু ত্বক উজ্জ্বল করার উপাদান যা ত্বক কে করে উজ্জ্বল
এবং এতে থাকা আন্টি অক্সিডেন্টস ক্ষতিগ্রস্ত ত্বকের পুনরুদ্ধার করতে পারে। সরাসরি গাছের থেকেই এটি পাতার নির্যাস হাতে নিয়ে গলার কালো জায়গা
গুলিতে মাখিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। আপনি তৎক্ষণাৎ এর ব্যবহারে ত্বকের ওপর প্রভেদ টা অনুভব করতে পারবেন।

Check Also

জাদুর মতোই স্থা’য়ীভাবে আঁচিল দূর করবে পান! জা’নুন পদ্ধতি

পান খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। পান খাওয়া স্বা’স্থ্যের পক্ষেও উপকারী, তবে অতিরি’ক্ত পান খাওয়া ক্ষ’তিকর। ...