লকডাউন বাড়ানোর সি’দ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। রাজ্যের কন্টেনমেন্ট জোনগু’লিতে ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউনের যাব’তীয় বিধিনিষে’ধ জারি থাকবে বলেই জানিয়েছে তারা।
বৃহস্পতিবার এক সার্কুলার জারি করে মহারাষ্ট্র সরকার জানিয়েছে, ১৮৯৭ এপিডেমিক ডিসিজ অ্যাক্টের সেকশন ২ ও ২০০৫ সালের ডিসাসটার ম্যানেজমেন্ট অ্যাক্টের আওতায় চালু করা হচ্ছে মিশন বিগিন এগেন।
যার আওয়াত কোভিড-১৯-র প্রকো’প রুখতে মহারাষ্ট্রের সমস্ত কনেন্টমেন্ট জোনগু’লিতে কড়াভাবে লাগু’ থাকবে যাব’তীয় বিধিনিষে’ধ। অত্যাব’শ্যকীয় কাজকর্ম চালাতে আগের নির্দেশে যে ছাড়ের কথা বলা হয়েছিল, সেটা লাগু’ থাকবে এই বিধিনিষে’ধকালেও।
এদিন নতুন করে ৫৯০২ জন করো’না সংক্রা’মিত হওয়ায় মহারাষ্ট্রে মোট আ’ক্রা’ন্তের সংখ্যা দাঁড়াল ১৬ লক্ষ ৬৬ হাজার ৬৬৮।
বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৬০৩। আর এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করো’নার বলি হয়েছেন ৪৩ হাজার ৭১০ জন।