২০১১-য় জাপানের ফুকুশিমায় ভয়’ঙ্কর ভূমিকম্পের ঠিক আগে এই মাছ ধ’রা পড়েছিল। স্থানীয় লোকজন যাকে বলে- ভূমিকম্পের মাছ। আবার সেই মাছ ধ’রা পড়ল।মেক্সিকোর উপকূলে ধ’রা পড়ল ১৩ ফুট লম্বা ওর ফিশ। ফলে আরও একবার লোকজনের মধ্যে ভূমিকম্পের আশঙ্কা দেখা দিয়েছে।
বাজা ক্যালিফোর্নিয়ার পিচিলিঞ্জ উপকূলে ধ’রা পড়েছে এই মাছ। ফার্নান্দো কাভালিন ও ডেভিড জাভেদোস্কি নামের দুজন এই মাছ ধরেছেন উপকূলবর্তী এলাকা থেকে। মাছটিকে অবশ্য ওই দুজন মৃ’ত অবস্থায় উপকূল অঞ্চল থেকে উ’দ্ধার করেছে।
আর তার পর থেকেই স্থানীয় এলাকায় আত’ঙ্কের সৃষ্টি হয়েছে। অনেকটা ঈল মাছের মতো দেখতে এটিকে। তবে আকারে অনেক লম্বা। ২০১১ সালে এক লোকস’ঙ্গীত শিল্পী এই মাছ পেয়েছিলেন জাপানের উপকূল থেকে। তার পর ভ’য়াবহ ভূমিকম্প হয়েছিল। চলতি বছরেও কোয়ান্তানা রো অঞ্চলে এই মাছ ধ’রা পড়েছিল। তার পর মেক্সিকোর ওক্সাকাতে ভূমিকম্প হয়েছিল।