Home / News / ১৮ হাজার ফুট উঁচু থেকে জাতীয় পতাকা হতে নিয়ে লাফ ভারতীয় জওয়ানের! গিনিস বুকে নুতন রেকর্ড

১৮ হাজার ফুট উঁচু থেকে জাতীয় পতাকা হতে নিয়ে লাফ ভারতীয় জওয়ানের! গিনিস বুকে নুতন রেকর্ড

Copy

১৮ হাজার ফুট উঁচু থেকে জাতীয় পতাকা হতে নিয়ে লাফ ভারতীয় জওয়ানের! গিনিস বুকে নুতন রেকর্ড – ২০১৭ সালে ৫৮ জন ভারতীয় সেনার জওয়ান একটি মোটরসাইকেলে চেপে ১.২ কিমি যাত্রা করে সেই রেকর্ড গড়েছিলেন। ৫৮ জন জওয়ানর গায়ে ছিল গেরুয়া, সাদা ও

সবুজ রঙের পোশাক। – বিশ্বের সমক্ষে আবারও এক নতুন রেকর্ডের নজির গড়লেন ভারতীয় বায়ুসেনারা। ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার গজানন্দ যাদব ও ওয়ারেন্ট অফিসার এ কে তিওয়ারি ১৭,৯৮২ ফিট উঁচ্চতা থেকে ঝাঁপ দিয়ে সফলভাবে মাটিতে অবতরণ করলেন। উল্লেখ্য,

এর আগেও বহুবার এ ধরনের সাহসী পদক্ষেপ গ্রহণ করে বিশ্বের সমক্ষে ভারতীয় সেনারা নিজেদের ক্ষমতার পরিচয় দিয়েছেন।১৭,৯৮২ ফিট উঁচ্চতায় ওড়া এয়ারক্রাফট থেকে প্যারাশুট পিঠে নিয়ে লাফ দিলেন দুই অফিসার। লেহ-লদাখের খারদুংলা পাসের সামনে তাঁরা সফল ল্যান্ডিং

করলেন। এত উঁচু থেকে স্কাইডাইভ ল্যান্ডিং-এর রেকর্ড এর আগে কারও নেই। লাদাখের আবহাওয়ার সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করেই এদিন তারা আবারো রেকর্ড গড়লেন। অবশ্য এর আগেও সর্বোচ্চ উচ্চতা থেকে স্কাইডাইভিং-এর রেকর্ড ছিল বায়ু সেনার অফিসারদের নামেই। ২০১৭

সালে ৫৮ জন ভারতীয় সেনার জওয়ান একটি মোটরসাইকেলে চেপে ১.২ কিমি যাত্রা করে সেই রেকর্ড গড়েছিলেন। ৫৮ জন জওয়ানর গায়ে ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের পোশাক।

শোনা যাচ্ছে পুজোর মরসুমে ট্রেন পরিষেবা বাড়াতে ৩৯ জোড়া নতুন ট্রেন নামানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক।শতাব্দী,রাজধানী দুরন্ত সহ নতুন ট্রেনের তালিকা প্রকাশ করেছে রেল মন্ত্রক।যাতে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে প্রকাশ করতে হবে রিজার্ভেশন তালিকা।এর পাশাপাশি

পূর্বে রেলের জানানো সতর্কতা গুলি জারি থাকবে।যেমন, ট্রেনের তিনটি সিটের মাঝ খানের সিটটি ফাঁকা রাখতে হবে।ট্রেনে ওঠার আগে পরতে হবে মাস্ক,গ্লাভস।ব্যবহার করতে হবে স্যানিটাইজার।সাধারণ জনগণের সুবিধার্থে এই নিয়ম চালু করা হচ্ছে বলে দাবী ভারতীয় রেল মন্ত্রকের

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *