









করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসা কর্মীদের পাশাপাশি আর এক পেশার মানুষের অকুণ্ঠ প্রশংসা করেছেন সবাই, তাঁরা হলেন পুলিশ কর্মী। তাঁদের ভূমিকার নানান ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এবার নেটাগরিকরা এমন এক পুলিশ কনস্টেবলের প্রশংসা করছেন, যিনি এক সদ্যজাতর প্রাণ বাঁচালেন।





সম্প্রতি মুম্বইয়ে ১৪ দিনে বয়সের এই শিশুটি একটি সেফটিপিন গিলে ফেলে, তার ফলে তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার মা-বাবা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দৌড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিন্তু কী ভাবে সেখানে পৌঁছবেন, বুঝতে পারছিলেন না। গাড়ি পাচ্ছিলেন না গন্তব্যে পৌঁছনোর জন্য।





শিশুটির বাবা-মায়ের যখন কিংকর্তব্যবিমূঢ় অবস্থা, তখন ত্রাতা হয়ে দেখা দেন মুম্বই পুলিশের কনস্টেবল এস কোলেকার। ওই সময় তিনি সেখান দিয়ে যাচ্ছিলেন। শিশুটির বাবা-মাকে দেখে বুঝতে পারেন, কিছু একটা বিপদ ঘটেছে। সামনে এসে জানতে পারেন ঘটনা।





সেই মুহূর্তে শিশুটিকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাওয়া যাচ্ছিল না। অবশেষে কোলেকার নিজের গাড়িতে করেই সামনের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান তাঁদের। সেখানে দ্রুত চিকিৎসা শুরু হয় শিশুটির। প্রাণে বেঁচে যায় ছোট্ট শিশুটি।





মুম্বই পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে। সঙ্গে কনস্টেবল কোলেকারের ছবি। আর নেটাগরিকরাও কোলেকারের এমন ভূমিকার প্রশংসা করতে কার্পণ্য করেননি।
https://twitter.com/MumbaiPolice/status/1273458073915371520/photo/1
























