Home / News / হাত দিয়ে ভাত খেল ছোট্ট বানর ‘কাকো’, নেটপাড়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও

হাত দিয়ে ভাত খেল ছোট্ট বানর ‘কাকো’, নেটপাড়ায় তুমুল ভাইরাল সেই ভিডিও

নেটপাড়া জুড়ে প্রতিদিন অগুনতি ভিডিও ভাইরাল (viral video) হয়। যার মধ্যে অনেকগুলিই পশুপাখির। পশুপাখিরা মানুষের আদব কায়দা নকল করে ভাইরাল হয়ে যায়। পশুপাখিদের মধ্যে মানুষের সাথে যে প্রানীর সব চেয়ে বেশী মিল তা বানর। সম্প্রতি কাকো নামের এক পোষা বানরের এক ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷

এর আগেও কাকোর নানান ভিডিও ভাইরাল হয়েছে। ঠিক মানব শিশুর মতই ছটফটে কাকো। মায়ের কাজে হাত মিলিয়ে সে বয়ে নিয়ে যায় রাইস কুকার। মা যখন রান্নার জন্য চাল নেয় তখন তাকে দেখা যায় এক মুঠো চাল খপ করে মুখে পুরে নিতে। তারপর মায়ের পায়ে পায়ে ঘোরে সারা ঘর। কখনো কখনো দুষ্টুমি করতেও দেখা যায় তাকে৷ দুষ্টুমি করে জলের ড্রামে চড়ে বসলেও মায়ের নির্দেশ চুপটি করে নীচে নেমে বসে সে।

রান্নার কাজ হয়ে গেলে মায়ের কোলে বসে ফ্যানের তলায় চুপটি করে হাওয়া খেতেও দেখা যায় তাকে। কিন্তু মা ফ্রিজ খুললেই সে চঞ্চল হয়ে ওঠে। ছুটে গিয়ে ফ্রিজে খাবার খু্ঁজতে থাকে সে। মা তাকে একটি লস্যি বা মিল্কশেক জাতীয় পানীয় খেতে দিলে সে শান্ত হয়৷ স্ট্র দিয়ে বাধ্য ছেলের মতই চুক চুক করে খেতেও দেখা যায় তাকে। পুরো ভিডিও জুড়েই তাকে দেখা যায় ডায়পার পরিহিত৷

তবে এবারের ভিডিওটি অন্যরকম। কাকোকে এই ভিডিওতে পরিবারের সাথে বসে ভাত খেতে দেখা যায়। বাধ্য ছেলের মতই মায়ের পাশে বসে ভাত খায় কাকো। তবে নিজে হাতে এখনো ঠিক ভাবে খেতে শেখে নি কাকো। মা তাকে খাইয়েও দেয়। অন্যান্য ভিডিও এর মতই কাকোর এই ভিডিওটিও তুমুল ভাইরাল হয়েছে। দেখে নিন এই মিষ্টি ভিডিওটি

https://web.facebook.com/parrotanimals/videos/762288864585985/

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...