আমরা অনেকেই মাছ ধরতে খুব পছন্দ করি।মানব সভ্যতার আদি কাল থেকে
মানুষ জীবনধারণের জন্য বিভিন্নভাবে মাছ ধরে আসছে। মানুষ জীবনধারণের জন্য ভিন্ন ধরনের পেশায় নিয়ােজিত থাকে। গ্রামে মানুষের পেশার মধ্যে
অন্যতম একটি পেশা হচ্ছে মাছ ধরা। আবার অনেকে শখের বসেও মাছ ধরে থাকে ।প্রাচীন কাল থেকেই মানুষ খাদ্য ও
আমিষের চাহিদা পূরণ করতে অন্যতম | পরিপূরক হিসেবে মাছ শিকার করে খেয়ে আসছে। আজকের এই ভিডিওটিতে একটি একটি ছেলে মাছ ধরার জন্য
একটি হওড়ে যায়। এবং সেখানে গিয়েছে অনেক মাছ দেখতে পায়। ছেলেটি হাওরের মাজ খানে গিয়ে একটি ডােবা দেখতে পায় এবং
সেখানে অপরিচিত কিছু বিভিন্ন রঙের অদ্ভুত সুন্দর মাছ দেখতে পায়। যেগুলাে অনেক দামী এবং মূল্যবান। এ ধরনের মাছগুলাে
বিভিন্ন দামি দামি মাছের দোকানে পাওয়া যায়। তবে এগুলাে খাওয়ার জন্য বেচাকেনা হয় না। এই মাছগুলাে বিভিন্ন একুরিয়াম এ পালন করে থাকে। মােটামুটি দাম দিয়েই এই মাছগুলাে কিনে নিতে হয়। গােল্ড ফিশ একটি অতি পরিচিত বিদেশী বাহারি মাছ। এই মাছ বাড়িতে একুরিয়ামের মধ্যে চাষ করলে দেখতে অনেক সুন্দর লাগে। বিশেষ করে এর গায়ের সােনালী ও লাল রঙ দেখতে দারুন।
বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশী লালন-পালনকৃত বাহারি মাছের মধ্যে গােল্ড ফিশ অন্যতম।গােল্ডফিশ কার্প পরিবারের অপেক্ষাকৃত ছােট সদস্য। গােল্ডফিশ পূর্ব এশিয়ার স্থানীয় মাছ। এক হাজার বছর আগে প্রাচীন চীনতে প্রথম প্রথমবারের মতাে এই মাছ বেছে নেওয়া হয়েছিল এবং এর পরে বিভিন্ন স্বতন্ত্র জাতের বিকাশ হয়েছে। গােল্ডফিশের জাত আকার, দেহের আকৃতি এবং রঙে বিভিন্নভাবে পরিবর্তিত হয় সাদা, হলুদ, কমলা, লাল, বাদামী এবং কালাে রঙের বিভিন্ন সমন্বযয়ে পরিচিত।