Home / News / হঠাৎ দাম কমছে স্বর্ণের

হঠাৎ দাম কমছে স্বর্ণের

Copy

দুইদিন আগেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্বাভাবিক দাম বেড়েছিল। তবে এবার হঠাৎ স্বর্ণের দাম কমেছে। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ১০ ডলার। অন্যদিকে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের পর তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। মাসের ব্যবধানে অ’পরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।

গত ২০ এপ্রিল প্রতি ব্যারেল অ’পরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। রেকর্ড এই দরপতনের পরে তেলের দাম বাড়তে থাকে। এতে গত সপ্তাহে প্রতি ব্যারেল অ’পরিশোধিত তেলের দাম ৪০ ডলারে ওঠে।এরপর কিছুটা দাম কমলেও শুক্রবার (২৬ জুন) লেনদেনের শুরুতে আবার দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে।

এদিন ১ দশমিক ২৭ শতাংশ দাম বেড়ে প্রতি ব্যারেল অ’পরিশোধিত তেলের দাম ৩৯ ডলারে উঠেছে। এরপরও সপ্তাহের ব্যবধানে তেলের দাম ১ দশমিক ৩৮ শতাংশ এবং বছরের ব্যবধানে ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ কম। অবশ্য মাসের ব্যবধানে তেলের দাম বেড়েছে ১৯ দশমিক ৪৮ শতাংশ।

এদিকে বিনিয়োগকারীদের একটি অংশ নিরাপদ বিনিয়োগের জন্য স্বর্ণ কিনে মজুত করায় চলতি বছরের শুরু থেকেই দাম বাড়ছে স্বর্ণের। গত বুধবার (২৪ জুন) প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১৭২ ডলার পর্যন্ত ওঠে।তবে এর পর থেকেই স্বর্ণের দাম কমতে থাকে। বৃহস্পতিবার দাম কমে ১৬২ ডলারে নেমে আসে। শুক্রবার লেনদেনের শুরুতেও স্বর্ণের দামে নেতিবাচক প্রবণতা দেখা দেয়। এতে দাম কমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৬০ ডলারে নেমে এসেছে।

দুই দিনে এমন দরপতন হওয়ায় সপ্তাহ ও মাসের ব্যবধানে স্বর্ণের দাম এখনও বেশি রয়েছে। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৯৯ শতাংশ এবং মাসের ব্যবধানে ৪ শতাংশ। আর বছরের ব্যবধানে বর্তমানে স্বর্ণের দাম বেশি ২৪ দশমিক ৮৯ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ায় গত সোমবার বাংলাদেশে দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সাধারণত ভরিতে এক-দেড় হাজার টাকা করে বাড়ানো হলেও এবার এক লাফে ভালোমানের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়ানো হয়। মঙ্গলবার থেকে দেশের বাজারে স্বর্ণের এই বাড়তি দাম কার্যকর হয়েছে। এখন আবার কমতে শুরু করেছে।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *