Home / Videos / হঠাৎ চোখের সামনে ধানক্ষেতে প্রচুর পাংগাস মাছ। দেখে যুবকের কান্ড, সব মাছ ধরতে গিয়ে অবাক সে। রইলো ভিডিও

হঠাৎ চোখের সামনে ধানক্ষেতে প্রচুর পাংগাস মাছ। দেখে যুবকের কান্ড, সব মাছ ধরতে গিয়ে অবাক সে। রইলো ভিডিও

অনেক মানুষের অনেক রকম শখ থাকে। কেউ ঘুরতে ভালোবাসে কেউ ছবি আঁকতে আবার কেউ মাছ ধরতে। তবে

এই মাছ ধরার শখ একেবারে নেশার মত। যারা এই নেশায় আশক্ত তাঁদের ঘন্টার পর ঘন্টা কেটে যায় এই কাজে। মাছ ধরার জন্য

অনেকেই ব্যবহার করেন নানান কৌশল। এর জন্য মাছ ধরার চার, মাছ ধরার জাল, ছিপ, ফান আরও কত অত্যাধুনিক উপায়ের

প্রয়োগ করেন অনেকেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমনই এক মাছ ধরার কৌশল। নেট দুনিয়ায়

আপাতত ভাইরাল এই মাছ ধরার অভিনব উপায়। মাছ ধরার বাকি সব কৌশলকে হেলায় হারিয়ে দেবে এই মাছ ধরার উপায়। ভিডিওটিতে দেখা গিয়েছে শুধুমাত্র একজন লোখ জমিতে হাটতে গিয়ে দেখে সামানহ পানিতে কিছু মাছ , পরে সে মাছ ধরতে গিয়ে আরো কত কুপকাত।

সোশ্যাল মিডিয়ার কয়েকশো পেজে শেয়ার হয়েছে এই ভিডিও। শেয়ার হয়েছে কয়েক লক্ষ। একটি ছোট গর্তের থেকে এত সহজ পদ্ধতিতে এত মাছ ধরা সম্ভব তা হয়তো এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারতেন না অনেকেই।

https://www.youtube.com/watch?v=G_3VYSVEQa8

 

Check Also

বাড়ির আঙিনায় প্লাসটিকের টবে আম চাষ করে রাতারাতি লাখপতি বনে গেলে যুবক। যুবকের পদ্ধতিতে আম রোপন করলে হবে ব্যাপক ফলন, জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিও সহ!

নিজস্ব প্রতিবেদন:আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *