Home / News / স্বামীর করো’না স্ত্রী’ বাপের বাড়ি চলে যাওয়ায় সুস্থ হয়ে বউকে তালাক

স্বামীর করো’না স্ত্রী’ বাপের বাড়ি চলে যাওয়ায় সুস্থ হয়ে বউকে তালাক

নিজের স্বামী অ’সুস্থ আ’ক্রান্ত হয়েছেন করো’ নায়, দিনদিন স্বামীর অবস্থা খা’রাপ হওয়ায় নিজের জীবন বাঁ’চাতে বউ চলে যায় মায়ের বাড়ি।

স্বামীকে একা রেখে দুঃ’সময়ে বউ পাশে না থেকে মায়ের বাড়ি চলে যাওয়ায় ক্রুদ্ধ হলেন স্বামী। অনেক ক’ষ্ট বুকে নিয়ে বউয়ের কাছে বারবার ফোন করেও বউ ফিরে না আসায় , নিজেকেই একাই কর্নার সাথে যু’দ্ধ করে সুস্থ হতে হয়েছে।

এই সুস্থ হবার পর থেকে যত বি’পত্তি শুরু। সুস্থ হবার পরও, বউয়ের কাছে শ্বশুর বাড়িতে ফোন করেছিলেন কয়েকবার পরীক্ষা করলেন বি’পদমুক্ত আসলে আসে কিনা। ওদিকে বউয়েরও সব কথা তোমা’র করো না হয়েছে তোমা’র সাথে থেকে আমিও ম’রতে পারবো না ম’রলে তুমি একাই ম’রো।

স্বামীর যখন বউ কে পরীক্ষা করা শেষ তখন ওড়না থেকে পুরোপুরি সুস্থ হয়ে বউকে তালাক দিয়ে সব ঘটনা আবার বউকে খুলে বলে। তারপর বউ আবারো স্বামীর কাছে ছুটে আসতে চায়। স্বামীরা কি কথা তুমি সুখের সাথী দুঃ’খের সাথী নও তাই তোমাকে আমা’র বউ হিসেবে রাখব না আর গ্রহণ করব না। তুমি তোমা’র বাবার বাড়িতে থাকো।

ঘটনাটি ঘটেছে ঝালকাঠি জে’লার রাজা’পুর ইউনিয়নের। এই ঘটনার পরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকেই তা’লাক দেওয়া স্বামীর পক্ষ নিচ্ছেন আবার অনেকেই বলছেন না বৌদিকে বুঝে স্বামীটিকে বুঝিয়ে আবার সংসার করার কথা। এখন আপনাদের মন্তব্য জানার অ’পেক্ষায় রইলাম। নিজ দায়িত্বে মন্তব্য করুন আপনার মন্তব্যর জন্য আপনি সকল। তবে এ ধরনের অ’নাকাঙ্ক্ষিত ঘটনা কাম্য নয়।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *