Home / Adult / স্ত্রী’র নিচে চা’পা পড়ে মা’রা গেলো স্বা’মী!

স্ত্রী’র নিচে চা’পা পড়ে মা’রা গেলো স্বা’মী!

আরো একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হল বি’শ্ববাসী। যা ডাক্তার থেকে শুরু করে আ’ত্মীয়-স্বজন, কেউ বিশ্বা’স করতে পারছে না। কিন্তু ঘটনা শতভাগ সত্যি!

সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে স্বামীর ওপর পড়ে যান ১২৮ কেজি ওজনের স্ত্রী। গু’’রুতর আ’’হত অ’বস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হলেও, দুজ’নেরই মৃ’ত্যু হয়।এ দম্পতি হ’লেন- নটবরলাল বিথালিনী ও মঞ্জু বিথালিনী। তারা থাকতেন ভারতের রাজ’কোটের অ’ভিজাত কালাভাড় রোডের রমধাম সো’সাইটিতে।

সোমবার ভোরে ছেলে আ’শিসের শ্বা’সকষ্টের খবর পেয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে উঠে ছেলের ঘরে যাচ্ছিলেন মঞ্জু’লাদেবী। ঠিক আগেই ছিলেন স্বামী নটবরলাল। সে স’ময় পা পিছলে ১২৮ কেজির মঞ্জুলা স্বামীর ওপর পড়ে যান।

নটবরলালের মাথায় মা’রাত্মক চোট লাগে, আ’’হত হন মঞ্জুলাও। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মস্তিষ্কে র’ক্তক্ষরণের জেরে দুজনেরই মৃ’ত্যু হয়। এই দম্পতির ছেলে আশিসের স্ত্রী নিশা তাদের বাঁচা’নোর চেষ্টা করলে পিছলে পড়েন তিনিও।

পায়ে চোট নিয়ে তিনিও হাসপাতালে ভর্তি। জানা গেছে, রম’ধাম সোসাইটির দোতলা বাংলোর একতলায় থাকতেন ওই স্বামী স্ত্রী, দোতলায় ছেলে আশিস ও পুত্র’বধূ নিশা। সোমবার ভোর চারটে না’গাদ আশিসের শ্বা’সকষ্ট শুরু হলে নিশা নীচে ওষুধ আন’তে যান। তখনই বি’ষয়’টি জানতে পারেন।

Check Also

মেয়েরা আসলে ছেলেদের থেকে কি চায়? না পেলেই অন্য ছেলের প্রতি আকৃষ্ঠ হয় মেয়েরা।

ফেসবুকের নীল সাদায় এক আপুর সাথে কথা হতো প্রায়। দুই ভাইবোনের মতই ছিলাম। কি টাইপ ...