Home / Exception / স্টিভেন হকিং এর এই ১০ টি কথা মেনে চললে জীবন ব’দলে যাবেই। টাকা পয়সা থাকবে হাতের মুঠোয়…

স্টিভেন হকিং এর এই ১০ টি কথা মেনে চললে জীবন ব’দলে যাবেই। টাকা পয়সা থাকবে হাতের মুঠোয়…

Copy

স্টিভেন উইলিয়াম হকিং বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ হিসেবে বিশ্বের সর্বত্র পরিচিত ব্যক্তিত্ব। তাঁকে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম গণ্য করা হয়। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর থিওরেটিক্যাল কসমোলজির গবে’ষণা প্রধান ছিলেন। স্টিভেন এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা মেনে চললে আপনার জীবন বদ’লে হয়ে উঠবে আরো সুন্দর। জেনে নিন –

১। “কেউ যদি আপনাকে বলে যে আপনি ভু’ল করছেন তাহলে তাকে উত্তরে বলুন – জীবনে ভু’ল করা জ’রুরি, ভু’ল না করলে আমি বা আপনি কেউই বেঁ’চে থাকবেনা।” – এই কথা বলার কারন হল ভু’ল না করলে সে বুঝতে পারেনা ঠিক আর ভু’লের পার্থক্য। ভু’ল করে নিজে তার ফল ভোগ করলে তবেই সে বুঝবে কোনটা ঠিক কাজ।

২। “জীবন এমন এক শক্তি যা আপনাকে পরি’বর্তন করতে শেখায়।” – মানুষের জীবনর পথ কখনো মসৃন নয়। জীবনে ওঠা নামা থাকবেই। আর মানুষ সেই সঙ্গে নিজের মধ্যে কিছু পরি’বর্তন আনে। কারোর সাথে এমন হয়তো কোন ঘটনা ঘ’টে যার ফলে তার মধ্যে পরি’বর্তন নিজে থেকেই এসে যায়।

৩। “যে সব মানুষেরা ভবিতব্যে বিশ্বাস করেন তারাই রাস্তা পার হওয়ার আগে বার বার দু-দিকে তাকান।” – যারা ভবিতব্য মানেন তারা মনে করেন যে, যখন তখন যে কোন কিছু হয়ে যেতে পারে। তাই তারা এমনটা করেন।

৪। “আমি এখনও বড় হইনি। আমি এখনও প্রশ্ন করতেই থাকি।” – জানার কখনো শেষ হয়না। একটা মানুষ তার জীবনে কখনোই সব কিছু জানতে পারেনা। তাই জীবনের শেষ দিন পর্যন্ত সে শিখতে পারে।

৫। “যারা বুদ্ধিমত্তা নিয়ে বড়াই করেন তারা আসলে হে’রে গে’ছেন।” – যারা সত্যি বুদ্ধিমান তারা কখনোই নিজের বুদ্ধির বড়াই করতে পারে না।

৬। “আপনার শারী’রিক বা’ধা কখনো ভালো কাজের বাধা হতে পারেনা। শারী’রিক সীমা’ব’দ্ধতার জন্য কখনো অনু’তাপ করবেন না।” – কাজ করার উদ্যমে বৈকল্য থাকা সব থেকে খা’রাপ।

৭। “গত ৪৯ বছর ধরে আমার মৃ’ত্যু নিয়ে নানা জল্পনা চলছে। আমি আর ম’রতে ভয় পাইনা। তবে মৃ’ত্যুর আগে আমাকে অনেক কাজ করে যেতে হবে।” – এই ধরনের চিন্তাভাবনা করলে আপনি কখনো আর কারোর থেকে পি’ছিয়ে পড়বেন না।

৮। “মাটির দিকে তাকিও না, আকাশের দিকে তাকাও। কাজ করতে থাকো। কারণ কাজই জীবনকে প্রাসঙ্গিক করে তো’লে। আর যদি কপাল করে জীবনে ভালোবাসা পাও কখনো তাকে ছু’ড়ে ফে’লো না।”

৯। “মানুষ কথা বলে সব থেকে বেশি সাফল্য লাভ করে। আবার কথা বলেই মানুষ ব্যা’র্থ হয়। তবে কথা বলে যাওয়াই উচিৎ।”

১০। “রা’গ মানুষের সব থেকে বড় শ’ত্রু। রা’গ সমস্ত কিছু ধ্বং’স করে দিতে পারে।” – ক্রো’ধ ত্যা’গ করার কথা সব জায়গায় বলা আছে। আমাদের ধর্মগ্রন্থ গীতাতেও বলা আছে সেই কথা। ক্রোধ বর্জন না করলে জীবনে কখনো সুখ আসেনা।

Check Also

বিশ্বকে তাক লাগাতে সবচেয়ে বড় এয়ারপোর্ট বানাচ্ছে টাটা

Copy টাটা গ্রুপের অবকাঠামো এবং নির্মাণ শাখা, ‘টাটা প্রজেক্টস’, উত্তর প্রদেশের গ্রেটার নয়ডার জেওয়ারে আসন্ন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *