Home / News / সোমবার থেকে দেশজুড়ে চলবে ২০ জোড়া স্পেশাল ট্রেন

সোমবার থেকে দেশজুড়ে চলবে ২০ জোড়া স্পেশাল ট্রেন

সোমবার থেকে দেশজুড়ে চলবে ২০ জোড়া স্পেশাল ট্রেন – সোমবার থেকে চালু হচ্ছে ক্লোন ট্রেন। লকডাউন অধ্যায়ে, গত মে মাস থেকেই একাধিক রুটে স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল৷ চলছে শ্রমিক স্পেশাল ট্রেনও। তবে স্বাভাবিক ভাবে রেল পরিষেবা এখনও শুরু করা যায়নি৷ তবে যে

সংখ্যক স্পেশাল ট্রেন চলছে তাতে যাত্রীদের টিকিটের চাহিদা ব্যাপক। বিশেষ করে নির্দিষ্ট কয়েকটা রুটে। এবার ধীরে ধীরে তাই পরিষেবা বাড়ানোর দিকে এগোচ্ছে ভারতীয় রেল৷আগামিকাল ২১ সেপ্টেম্বর থেকে ২০ জোড়া ক্লোন ট্রেন চালাবে ভারতীয় রেল৷ ক্লোন ট্রেন কি? রেল সূত্রে

জানানো হয়েছে, যখন কোনও রুটে যাত্রী চাহিদা বেশি হয়, তখন ওয়েটিং লিস্টের পরে বাকি যাত্রীদের জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়, তাই হল ক্লোন ট্রেন৷ গত কয়েক মাসে দেখা গেছে, ট্রেনে যাতায়াত করতে চাওয়া যাত্রীদের সংখ্যা বেড়েছে। কিন্তু ট্রেনের অভাবে ওয়েটিং লিস্ট লম্বা হয়েছে।

অনেক আবার দীর্ঘ ওয়েটিং লিস্ট দেখে ট্রেনের টিকিট কা’টা ছেড়ে দিয়েছেন। এখন যেহেতু কাউন্টার নয়, আইআরসিটিসি’র অ্যাপ মা’রফত টিকিট কা’টা হচ্ছে ফলে ট্রেন পিছু যাত্রীদের সংখ্যা বা চাহিদা বোঝা যাচ্ছে। সমস্যা মেটাতে বাছাই করা রুটে তাই ২০ জোড়া ক্লোন ট্রেন চালানো শুরু হবে আগামিকাল থেকে। বেশির ভাগ ক্লোন ট্রেনই বিহার থেকে ছাড়বে৷ ২০ জোড়া ট্রেনের মধ্যে ১৯ জোড়ায় টিকিটের দাম নেওয়া

হবে হমসফর এক্সপ্রেসের দামে ৷ লখনউ ও দিল্লি রুটে ক্লোন ট্রেনের ভাড়া জনশতাব্দীর এক্সপ্রেসের দামে নেওয়া হবে৷ এই ট্রেনগু’লি সম্পূর্ণ ভাবে সংরক্ষিত আসন নিয়েই চলবে। ১৯ জোড়া হমসফর এক্সপ্রেসে থাকবে ১৮টি কোচ৷ লখনউ-দিল্লি রুটের ট্রেনে থাকবে ২২টি কোচ। এই ২০ জোড়া ট্রেনের মধ্যে বাংলার জন্যে রয়েছে মাত্র ১ জোড়া ট্রেন। নিউ জলপাইগু’ড়ি ও অমৃ’তসরের মধ্যে চলবে এই ট্রেন। বিহার থেকে আছে

১০ জোড়া ট্রেন।রেলের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিহার ও দিল্লির মধ্যে চলবে ১০টি জোড়া ট্রেন৷ বিহারের সাহারসা, রাজেন্দ্রনগর, রাজগির, দ্বারভাঙা ও মুজফ্ফরপুর থেকে ছাড়বে এই ট্রেনগু’লি৷ উত্তর-পূর্ব সীমা’ন্ত রেলের আওতায় দুটি ট্রেন চলবে৷ বিহারের কাটিহার থেকে দিল্লি৷ বাকিগু’লি পশ্চিমব’ঙ্গ থেকে পঞ্জাবের মধ্যে। দক্ষিণ-মধ্য রেলের দুটি ক্লোন ট্রেন বিহারের দানাপুর থেকে সেকেন্দ্রাবাদ৷ দক্ষিণ-পশ্চিম রেলের

৬টি ট্রেন গোয়া-দিল্লি, কর্নাটক-বিহার ও কর্নাটক-দিল্লি যাতায়াত করবে৷ পশ্চিম রেলে ১০টি ট্রেন চলবে৷ বিহারের দ্বারভাঙা থেকে গু’জরাত, দিল্লি-গু’জরাত, ছাপরা থেকে সুরাত, মুম্বই-পঞ্জাব, আহমেদাবাদ-পটনা৷ আইআরসিটিসি সূত্রে খবর, আগামী ১ স’প্ত াহের টিকিট ক্লোন ট্রেনের প্রায় বুকিং হয়ে গিয়েছে।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *