









সরকারের নতুন স্কিম ঘোষণা, স্ত্রীর নামে ব্যাঙ্ক একাউন্ট থাকলেই পাবেন এই টাকা, বিস্তারিত রইলো – বর্তমানে করোনা আবহে মানুষের রুজি রোজগারের যথেষ্ট টান পড়েছে। এই সময় কোন ক্ষেত্রে বিনিয়োগ করা একটি ঝুঁকিবহুল বিষয় হতে পারে। এইদিকে মোদি সরকার এক
নতুন স্কিম নিয়ে হাজির হয়েছে, এই স্কিমটিতে ইনভেস্ট করে গ্রাহকরা নিশ্চিন্তে থাকতে পারবেন। সর্বোপরি এই স্কিমটি থেকে গ্রাহকের অবর্তমানে নিয়মিত আয় করতে পারবেন গ্রাহকের স্ত্রী। ন্যাশনাল পেনশন স্কিম তে ইনভেস্ট করে গ্রাহক এবং তার স্ত্রী নিজেদের আত্ননির্ভর





করে তুলতে পারেন। এই স্কিমে গ্রাহকের নামের নিউ পেনশন সিস্টেম অ্যাকাউন্ট খুলতে পারা যাবে। যখন গ্রাহকের স্ত্রীর বয়স হবে 60 বছর তখন একসাথে অনেকগুলো টাকা পাবেন গ্রাহকরা। এছাড়াও প্রতিমাসে পেনশন বাবদ একটা টাকা পাওয়া যাবে। গ্রাহকরা নিজেই ঠিক করতে
পারবেন যে তার স্ত্রী কত টাকা পেনশন পেতে পারবেন। 60 বছর বয়সের পর পেনশন এর টাকার জন্য গ্রাহকের স্ত্রীকে কারোর আশায় থাকতে হবে না। প্রধানমন্ত্রীর এই নতুন স্কিমতে গ্রাহকরা প্রতিমাসে অথবা বছরে টাকা রাখতে পারেন। 1000 টাকা থেকে শুরু এই স্কিমে গ্রাহককে তাঁর





স্ত্রীর নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। গ্রাহকের বয়স 60 বছর হলেই এই পেনশন অ্যাকাউন্ট অ্যাকটিভ হয়ে যাবে। এখন জানা গিয়েছে, গ্রাহকের বয়স 65 বছর হওয়া পর্যন্ত এই অ্যাকাউন্ট চালানো যাবে। এই পেনশন স্কিম টিতে ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কোনো ব্যাক্তি ইনভেস্ট করতে পারবেন





দিনে পাঁচ ঘণ্টার বেশি ফোন চালানোর ফলে আপনার নিত্যকর্মের কাজগুলি ঠিক সময় মতো হয়ে ওঠে না যার কারণে আপনার শরীরে ঠিকমত পুষ্টি উপাদান গুলি কাজ করতে পারে না। জীবনে সুখের আলো পেতে মাঝরাতে পুজো করতে হয় তারা মায়ের আপনার শরীরে পুষ্টি উপাদান গুলো ঠিকমতো কাজ না করলে আপনার শরীরে বৃদ্ধিসাধন ঠিকঠাক হয় না। এই কারণে সর্বশেষে আপনার শরীরের ক্ষতি হয়। তো আপনি যদি দিনে 5 ঘন্টার বেশি ফোন চালান তাহলে সেটা অভ্যাস বদলানোর চেষ্টা করুন।
























