Home / Exception / সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে তাক লাগাল ১৩ বছরের এই বালক!

সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে তাক লাগাল ১৩ বছরের এই বালক!

সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে তাক লাগাল ১৩ বছরের এই বালক! নাহ্, চমকের শুরু ১৩-তে নয়৷ কারণ এর আগে মাত্র ৯ বছর বয়সেই মোবাইল অ্যাপ তৈরি করেছিল আদিথ্যন রাজেশ৷ আর তার চার বছর পরে দুবাইয়ে আস্ত এক সফটওয়্যার কোম্পানির মালিক হয়ে চমকে দিল সে৷

রবিবার সংবাদ মাধ্যমে বারবার উঠে এল বছর ১৩-র এই ভারতীয় কিশোরের নাম৷ কেরলের এই পড়ুয়া বোরডোম কাটাতে খেলাচ্ছলেই মাত্র ৯ বছরে তৈরি করেছিল তার প্রথম মোবাইল অ্যাপ্লিকেশন৷

তাছাড়া সে তার ক্লায়েন্ট-দের জন্য বহু লোগো এবং ওয়েবসাইট তৈরি করেছে৷ বয়স যখন পাঁচ, তখন থেকেই কম্পিউটার নিয়ে নাড়াচাড়া শুরু তার৷ আর এবার ১৩ বছর বয়সে সে লঞ্চ করল তার কোম্পানি ‘Trinet Solutions’.

দুবাইয়ের এক সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, কেরলের থিরুভিল্লাতে তার জন্ম৷ বয়স যখন পাঁচ, তখন তাকে নিয়ে তার বাবা-মা দুবাই চলে আসেন৷ রাজেশের এই সংস্থাতে বর্তমানে তিনজন কর্মী কাজ করে, যারা রাজেশেরই স্কুলের বন্ধু৷-কলকাতা২৪×৭

Check Also

শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে মু’হূর্তেই মিলবে যে আ’শ্চর্য উপকার!

ময়লা চুল প’রিষ্কার করার জন্য সবাই শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুল প’রিষ্কার, সিল্কি ও শাইনি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *