Home / Hindu / সন্তানেরা বারেবারে ছুটে যান আদ্যা মায়ের সঙ্গে ভাগ করতেই দুঃখ-যন্ত্রণা বা খুশির খবর

সন্তানেরা বারেবারে ছুটে যান আদ্যা মায়ের সঙ্গে ভাগ করতেই দুঃখ-যন্ত্রণা বা খুশির খবর

প্রবল শক্তি আদ্যা মায়ের, গুছিয়ে রাখেন জীবনকে৷ তাঁরা কখনই খালি হাতে ফেরেন না যাঁরা মায়ের কাছে গিয়ে থাকেন। আদ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠান অন্নদা ঠাকুর৷ মন্দির রয়েছে দক্ষিণেশ্বরের পাশ্বর্বর্তী এলাকায়৷ সারাদিনে বহু মানুষ মায়ের পুজো, অন্নভোগ ও খিচুড়ি ভোগ গ্রহণ করেন।

আদ্যা মায়ের মন্দির সারাদিন খোলা থাকেনা বিশেষ কিছু তিথি ছাড়া পুজোর পরে বন্ধ হয়ে যায় মন্দিরের প্রধান দরজা৷ নিজের জীবনের অনেক অপ্রাপ্তি, বা খুশি মাযের সঙ্গে ভাগ করতে অনেকেই ছুটে যান প্রতিদিন৷

প্রবল শক্তি আদ্যা মায়ের, গুছিয়ে রাখেন জীবনকে৷ তাঁরা কখনই খালি হাতে ফেরেন না যাঁরা মায়ের কাছে গিয়ে থাকেন। আদ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠান অন্নদা ঠাকুর৷ মন্দির রয়েছে দক্ষিণেশ্বরের পাশ্বর্বর্তী এলাকায়৷ সারাদিনে বহু মানুষ মায়ের পুজো, অন্নভোগ ও খিচুড়ি ভোগ গ্রহণ করেন।

আদ্যা মায়ের মন্দির সারাদিন খোলা থাকেনা বিশেষ কিছু তিথি ছাড়া পুজোর পরে বন্ধ হয়ে যায় মন্দিরের প্রধান দরজা৷ নিজের জীবনের অনেক অপ্রাপ্তি, বা খুশি মাযের সঙ্গে ভাগ করতে অনেকেই ছুটে যান প্রতিদিন৷

Check Also

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য ...