Wednesday , September 27 2023
Home / Hindu / শূন্য থাকেনা কখনও গৃহস্থের চালের হাঁড়ি ভগবান জগন্নাথদেবের আশীর্বাদে

শূন্য থাকেনা কখনও গৃহস্থের চালের হাঁড়ি ভগবান জগন্নাথদেবের আশীর্বাদে

স্বয়ং নারায়ণের এক রূপ হিসাবে জগন্নাথদেবকে বলা হয়৷ তিনি রক্ষা করেন সব সময়েই৷ গৃহস্থের হাড়ি কখনই শূন্য থাকেনা জগন্নাথদেবের তুমুল শক্তিতে৷ জীবনকে সুন্দর করে রাখেন জগন্নাথদেব৷ জীবন গুছিয়ে থাকে৷ স্বয়ং ঈশ্বরের বাস পুরীর জগন্নাথ মন্দিরে৷

তিনি সব সময়েই রক্ষা করেন প্রতিটি গৃহস্থকে৷ ভাল থাকে সবার শারীরিক অবস্থা৷ দূরে সরে যায় আর্থিক অনটনও৷ কেটে যায় জীবনের প্রতিটি প্রতিবন্ধকতা৷ ভাল থাকে সবার শারীরিক অবস্থা৷ দূরে সরে যায় আর্থিক অনটনও৷ কেটে যায় জীবনের প্রতিটি প্রতিবন্ধকতা৷

স্বয়ং নারায়ণের এক রূপ হিসাবে জগন্নাথদেবকে বলা হয়৷ তিনি রক্ষা করেন সব সময়েই৷ গৃহস্থের হাড়ি কখনই শূন্য থাকেনা জগন্নাথদেবের তুমুল শক্তিতে৷ জীবনকে সুন্দর করে রাখেন জগন্নাথদেব৷ জীবন গুছিয়ে থাকে৷ স্বয়ং ঈশ্বরের বাস পুরীর জগন্নাথ মন্দিরে৷

তিনি সব সময়েই রক্ষা করেন প্রতিটি গৃহস্থকে৷ ভাল থাকে সবার শারীরিক অবস্থা৷ দূরে সরে যায় আর্থিক অনটনও৷ কেটে যায় জীবনের প্রতিটি প্রতিবন্ধকতা৷ ভাল থাকে সবার শারীরিক অবস্থা৷ দূরে সরে যায় আর্থিক অনটনও৷ কেটে যায় জীবনের প্রতিটি প্রতিবন্ধকতা৷

Check Also

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য ...