Wednesday , September 27 2023
Home / News / শীত নিয়ে যে বার্তা জানালো আবহাওয়া অফিস

শীত নিয়ে যে বার্তা জানালো আবহাওয়া অফিস

এবার শীত নিয়ে নতুন বার্তা জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের গ্রামঞ্চলের পাশাপাশি রাজধানীতেও পড়েছে শীতের আমেজ। আগামী ৩ দিনে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতর আরো জানায়, কুড়িগ্রামের রাজারহাটে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগের সব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এই দুই বিভাগ ছাড়া দেশের বাকি অঞ্চলের অধিকাংশের সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে দেশের অন্যত্র তা সামান্য কমতে পারে।

রাজধানীর বিষয়ে আবহাওয়া অধিদফতর বলছে, আজ ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে কমতে পারে দিনের তাপমাত্রাও।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...