Home / News / শাশুড়ির কোলে জামাই!

শাশুড়ির কোলে জামাই!

শাশুড়ির কোলে জামাই! বিয়ে নিয়ে বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন রকম নিয়ম আছে। অনেক সময় আবার পরিবার হিসেবেও বদলে যায় নিয়ম। এক এক পরিবারের আলাদা নিয়ম থাকে। তেমনই এক নিয়ম দেখে তাজ্জব সকলেই।

নববধূ কনের সাজে বসে রয়েছেন, বিয়ে হয়ে গিয়েছে। এবার শ্বশুড়বাড়ি যাওয়ার পালা। এই সময় বাঙালি বিয়েতে রীতি আছে কন্যা তার মায়ের আঁচলে খই ছিটিয়ে দিয়ে সব ঋণ শোধ করে। যদিও এভাবে কোন দিন বাবা মায়ের ঋণ শোধ করা যায় না। তবুও নিয়ম যখন আদি কাল থেকে চলে আসছে তা তো মানতেই হবে।

তবে এবার কন্যা নয়, খই ছিটালেন কন্যার মা। আরও অবাক করা বিষয় হলো বয়স্ক শাশুড়ি নিজের কোলে তুলে নিলেন জামাইকে। জামাইকে কোলে তুলে খই ছিটিয়ে নাচলেন শাশুড়ি। একটুও কষ্টের ছাপ নেই তার মুখে। ওজনের ভারে ক্লান্তও নন তিনি।

এই ভি’ডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মূহুর্তেই ভাই’রাল হয়ে যায়। সকলেই প্রশংসা করেছেন ওই মহিলার এনার্জি লেভেল দেখে। ভালোবাসা আর বিশ্বাস মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে এটাই তার উদাহরণ।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...