Home / Videos / লতা-পাতা নয়, ছাগল খাচ্ছে চা-সি;গা;রেট আজব এক ভিডিও নেট দুনিয়াই ভাইরাল।

লতা-পাতা নয়, ছাগল খাচ্ছে চা-সি;গা;রেট আজব এক ভিডিও নেট দুনিয়াই ভাইরাল।

লতা-পাতা নয়, ছাগল খাচ্ছে চা-সি;গা;রেট আজব এক ভিডিও নেট দুনিয়াই ভাইরাল। প্রায় ৩০০-প্রজাতিরও

বেশি ছাগল রয়েছে। এটা গৃহপালিত প্রা.চী.ন.তম প্র.জা.তির প্রাণী.দের মধ্যে একটি, প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুসারে প্রাথমিক কালের। ক্যালিবার্টেড ক্যালেন্ডারের ১০,০০০-বছর আগে

ইরানে ছাগল গৃহ,পালিত প্রাণী হিসেবে পালন করা হয়ে আসছে।ছাগল-পালন প্রাচীন ঐতিহ্য যা

এখনো মিশরের মতো জায়গায় গু,রু,ত্ব,পূর্ণ। ছাগলের দুধ, ছাগলের মাংস, চামড়া, লোম বিশ্বের অনেক স্থানে ব্যবহার হয়ে থাকে। ছাগল থেকে প্রাপ্ত দুধ দিয়ে ছাগল পনির পাওয়া যায়।নারী ছাগল ডোজ বা ন্যানইজ, প্রাপ্ত; ব,য়স্ক পু,রুষ ছাগল,কে বুকস বা বিলি,স এবং উভয় লিঙ্গে,র কিশোর ছাগল,কে বাচ্চা বলা হয়; ।

খা,সি ছাগল পুরুষদের ওয়েদার বলা হয়। যদি,ও হে,য়ার,কেইন এবং ক্যা,প্রিন শব্দ দুটি ছাগলের মতো গুণমানকে বোঝায়, তবে ঘরের ছাগলের স্বতন্ত্র গন্ধ দূর করার জন্য খাসি ছাগল প্রায়ই ব্য,বহৃত হয়। জাতিসংঘের: খাদ্য ও কৃষি সংস্থা অনুসারে ২০১১ সালে, গো,টা বি,শ্বে প্রায় ৯২৪-মিলিয়ন ছাগলের বেশি রয়েছে।

 

Check Also

বাড়ির আঙিনায় প্লাসটিকের টবে আম চাষ করে রাতারাতি লাখপতি বনে গেলে যুবক। যুবকের পদ্ধতিতে আম রোপন করলে হবে ব্যাপক ফলন, জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিও সহ!

নিজস্ব প্রতিবেদন:আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *