Home / News / রেকর্ড পরিমাণে কমলো স্বর্ণের দাম দেখেনিন সর্বশেষ মূল্য

রেকর্ড পরিমাণে কমলো স্বর্ণের দাম দেখেনিন সর্বশেষ মূল্য

আবারও বড় ধরনের দরপতন হয়েছে সোনার বাজারে। পূজার আগে বড় এই দরপতনে চওড়া হাসি মধ্যবিত্তের মুখে সাথে সোনার দোকানে ভীড় বাড়তেও শুরু করেছে।চলতি মাসে বেশ কয়েক দফা সোনার দরপতন হয়েছে। গত মাসে কিছুটা বাড়তির দিকে থাকলেও সেই ধারা ভেঙে কমতে শুরু করেছে সোনার দর।

কলকাতার বাজারে লাফিয়ে কমতে দেখা গিয়েছে সোনার দর। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার মূল্য কমে দাড়িয়েছে ৫ হাজার ১৩০ টাকা। যা আগের তুলনায় হ্রাস পেয়েছে ১৪৭ টাকা।৮ গ্রামে এই দাম কমে গিয়ে দাড়িয়েছে ৪১ হাজার ৪০ টাকা।

সবশেষ খবর অনুযায়ী কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম সোনার মূল্য রয়েছে ৫১ হাজার ৩০০ টাকা। যা আগের চেয়ে কমেছে ১ হাজার ৪৭০ টাকা। এই মূল্যে ১০০ গ্রাম সোনার দরপতন হয়েছে ১৪ হাজার ৭০০ টাকা।২৪ ক্যারেটের সোনার মূল্যের এমন দরপতনের দিন অবশ্য বেড়েছে ২২ ক্যারেটের সোনার মূল্য।

আগের চেয়ে বেশ খানিকটা চড়া হতে দেখা গেছে এই ধাতবের দাম। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার মূল্য এদিন বেড়েছে ৫০ টাকা।উল্লেখ্ বুধবার (১৪ অক্টোবর) লাগাতার কমতির দিকে ছিল দিল্লির বাজারে সোনার দর। এদিন দিল্লির বাজারে সোনার দাম কমতে দেখা গিয়েছে ৬৩১ টাকা পর্যন্ত।

ফলে প্রতি ১০ গ্রাম সোনার মূল্য গিয়ে ঠেকেছে ৫১ হাজার ৩৬৭ টাকায়। এমন দরপতনের কারন হিসেবে বিশেষজ্ঞদের ধারনা ডলারের বিপরীতে টাকার মূল্য বৃদ্ধিপাবার কারনেই দরপতন হয়েছে।শুধু সোনাই নয় কমতির দিকে ছিল রুপার দামও। একই দিনে রুপার দাম কমেছে ১ হাজার ৬৮১ টাকা।

ফলে প্রতি কেজি রুপার মূল্য গিয়ে ঠেকেছে ৬২ হাজার ১৫৮ টাকায়।এছাড়া গত ৭ অক্টোবর সারাদিনই সোনার এই দরপতন লক্ষ্য করা গিয়েছিল। ফলে কলকাতার বাজারে এদিন ২২ ক্যারেটের এক গ্রাম সোনা বিক্রি হয়েছিল ৪ হাজার ৯৪৭ টাকায়।১০ গ্রামের মূল্য দাড়িয়েছে ৪৯ হাজার ৪৭০ টাকা।

আগের দিনের থেকে ১০ গ্রাম সোনার মূল্য কমেছিল ৪৫০ টাকা।দিল্লির বাজারে একই দিন সোনার দরপতন হয়েছে আরও বেশি। কলকাতার তুলনায় অবশ্য সবসময়ই মূল্য কম থাকে দিল্লির বাজারে। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনা এদিনদিল্লিতে বিক্রি হয়েছে ৪৮ হাজার ৯০০ টাকায়।

আগের দিনের চেয়ে এদিন দাম কমেছে প্রায় ৫০০ টাকা।এদিকে শহরে শনিবার (১৭ অক্টোবর) সোনার দাম কমে গিয়েছে ১৭ হাজার টাকা। এমন দুর্দান্ত দরপতনের পর সোনার চাহিদা বেড়ে যাবে বেশ এমনিটাই ধারনা করা হচ্ছে।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *