Home / Hindu / রণে, বনে, জলে, জঙ্গলে জীবনের প্রতিটি ক্ষেত্রে লোকনাথ ব্রহ্মচারী রক্ষা করেন

রণে, বনে, জলে, জঙ্গলে জীবনের প্রতিটি ক্ষেত্রে লোকনাথ ব্রহ্মচারী রক্ষা করেন

Copy

রণে, বনে, জলে, জঙ্গলে বাবা লোকনাথ সব রকমের বাধা বিপত্তি থেকে মুক্তি দেন। সে ঘরে বাইরে, আলোতে অন্ধকারে সর্বত্রই। সত্যি অপার দয়ার এক অনন্য নাম বাবা লোকনাথ৷ তিনি জন্মগ্রহণ করেন চাকলার এক সাধারণ পরিবারে। এখন তিনি সবারই পূজনীয় হয়েছেন। বিশেষ কোনও আড়ম্বর লাগেনা তাঁর পুজোয়৷

তিনি সন্তুষ্ট অত্যন্ত সামান্যতেই ভক্তদের এমনটাই বলতেন তিনি সব সময়েই৷ তিনি সব থেকে বেশি খুশি হন তাঁর পুজোয় প্রধানত একটু ফুল, সামান্য অমৃতি, মিছরি দিয়ে পুজো করলে৷ তিনি বলেছেন মনকে মিছরির মত মিষ্টি করতে৷ প্রতিটি মানুষের জন্য মনে অপার দয়া, মায়া ও প্রেম যাতে সেই পথই বাতলেছেন ভক্তদেরকে বাবা লোকনাথ৷

তিনি সন্তুষ্ট অত্যন্ত সামান্যতেই ভক্তদের এমনটাই বলতেন তিনি সব সময়েই৷ তিনি সব থেকে বেশি খুশি হন তাঁর পুজোয় প্রধানত একটু ফুল, সামান্য অমৃতি, মিছরি দিয়ে পুজো করলে৷ তিনি বলেছেন মনকে মিছরির মত মিষ্টি করতে৷ প্রতিটি মানুষের জন্য মনে অপার দয়া, মায়া ও প্রেম যাতে সেই পথই বাতলেছেন ভক্তদেরকে বাবা লোকনাথ৷

Check Also

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য

Copy তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *