Home / Videos / যমজ সন্তানের মা হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে দুর্দান্ত ভঙ্গিতে নাচলেন জনপ্রিয় টলি অভিনেত্রী মধুবনী, ভাইরাল ভিডিও

যমজ সন্তানের মা হওয়ার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে দুর্দান্ত ভঙ্গিতে নাচলেন জনপ্রিয় টলি অভিনেত্রী মধুবনী, ভাইরাল ভিডিও

স্টার জলসার এককালীন জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’ য়ের হিট জুটি এখন সংসার আর সন্তান সামলাতে ব্যস্ত।

২০১০ সালের ওম-তোরার জুটিকে সিরিয়াল প্রেমীদের অবশ্য‌ই মনে রয়েছে। তাদের অভিনয়ের ছাপ পড়াটাই স্বাভাবিক কারন সে সময়ে রিল,

লাইফের পাশাপাশি বাস্তবেও প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন রাজা ও মধুবনী গোস্বামী। তাদের প্রেম পরিনতি পায় ২০১৬ তে।

বর্তমানে মধুবনী রাজা ঘরনী এবং ছোট্ট কেশবের মা। স্যোশাল মিডিয়াতে দারুন সক্রিয় দুজনেই। মধুবনীর একটি হেয়ারস্টাইলিং পার্লার রয়েছে, যার প্রোমোশান হামেশাই করে থাকেন পোস্টের মাধ্যমে। সম্প্রতি নিজের লুক পুরোপুরি বদলে ফেলেছেন মধুবনী। লম্বা চুল কেটে ছেঁটে করেছেন কাঁধ পর্যন্ত। কপালের সামনের চুলে কেটেছেন ব্যাঙ্গস্। গোল্ডেন হাইলাইটার করেছেন ইতস্ততঃ। বলা বাহুল্য এই মধুবনী যে সেই মধুবনী তা চেনা যাচ্ছেনা। তার বয়সে তারুন্য এসেছে। এক সন্তানের মা বলে বোঝা যাচ্ছেনা। নিজের এই নতুন লুক শেয়ার করে ছবি পোস্ট‌ও করেছিলেন মধুবনী। তবে তাতে নেটিজেনদের বেশীরভাগ‌ই চুল কেটে ফেলার আক্ষেপ প্রকাশ করে। শুধু ছবিতেই ক্ষ্যান্ত থাকেননি মধুবনী।

নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি রিল‌ও রেকর্ড করেছেন। ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমার ‘কেশরিয়া’ গানের বিশেষ এক লাইনে লিপসিং করতে দেখা গিয়েছে মধুবনীকে। পরনে লাল স্টাইপড টিশার্ট। হাতে সিগনেচার স্টাইলের মোটা শাঁখা পলা। ঠোঁটে লাল লিপস্টিক। এবং গালে মেক‌আপের দরুন হোক কিংবা ফিল্টারের দাক্ষিণ্যে অধিক লালচে আভার ব্লাশ। অঙ্গভঙ্গি করে লিপসিং করতে দেখা যায় তাকে। এই ভিডিওটি ইতিমধ্যেই প্রায় দেড়লাখ মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন প্রায় দশহাজার মানুষ। তবে কমেন্টে প্রায় সকলেই নেতিবাচক মন্তব্য করছেন। এক নেটিজেন লিখেছেন,

“এমা! এমন পাগলিদের মতো কেন সেজেছো?” আর এক নেটনাগরিকের দাবি, “চুলের কাটিংটা ভালোই, তবে তোমায় মানাচ্ছেনা। তোমাকে বড় চুলেই সুন্দর লাগতো। আর এত ব্লাশ মেখেছো কেন?” সকলেই প্রায় তাঁর বড় চুলের প্রশংসা করেছেন। এক নেটিজেন আবার মধুবনীর অতিঅভিনয় নিয়েও মন্তব্য করেছেন। তবে কোনো কমেন্টের‌ই রিপ্লাই করেননি মধুবনী। নিজের পোস্টের ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, তাঁর এই নতুন লুকের পেছনে রয়েছে তার‌ই স্যাঁলো ‘মধুবনী’জ’। সেখানে গিয়ে চুল কাটানোর আহ্বান‌ও জানিয়েছেন তিনি।

Check Also

বাড়ির আঙিনায় প্লাসটিকের টবে আম চাষ করে রাতারাতি লাখপতি বনে গেলে যুবক। যুবকের পদ্ধতিতে আম রোপন করলে হবে ব্যাপক ফলন, জানুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিও সহ!

নিজস্ব প্রতিবেদন:আমের ভরা মৌসুম চলছে। গাছে গাছে দেখা যাচ্ছে আমের সমারোহ। ব্যবসায়ীরা তা ঝুড়ি আর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *