অত্যন্ত আনন্দে ভরে ওঠে জীবন মা তারার কৃপায়৷ প্রকৃতই আনন্দময়ী মা হলেন মা তারা৷ অত্যন্ত আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে তাঁদের জীবন যাঁরা থাকেন মায়ের শরণে৷ মা তারা এক আলাদা রূপে জীবনকে ভরিয়ে তোলে আনন্দে জীবনের প্রতিটি ক্ষেত্রেই৷
জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তোলে যখন নানান সমস্যা৷ মা তারার আশীর্বাদ রয়েছে তারাপীঠে৷ জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে মায়ের আশীর্বাদে৷ এক নতুন দিগন্তের সূচনা হয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই৷ জীবন সমর্পিত হয়ে থাকে মায়ের আশীর্বাদেই এক পরিপূর্ণতায়৷
এক অপার শক্তি তারা মা, যার মাধ্যমে মুক্তি পাওয়া যায় জীবনের নানান কঠিন পরিস্থিতি থেক৷ দুর্বল জীবনে মা তারা এক আলাদা শক্তির সঞ্চার ঘটান। মায়ের করুণায় এক বড় ভরসা পাওয়া যায় প্রতিকূল পরস্থিতির সঙ্গে লড়তে৷