









একটা বিয়ে মানেই বরের বাড়ি এবং কনের বাড়ি জমজমাট কান্ড। দুটি পরিবারের সম্পর্ক স্থাপন করা বিয়ের মাধ্যমেই হয়। আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব সবার হাসি ঠাট্টা নিয়ে মেতে ওঠে বিয়ে বাড়ি। বিয়ের দিন গায়ে হলুদ,





বরের বাড়ি থেকে তথ্য আসা, নানা রকম নিয়ম পালন করে তারপর বিয়ে হয়।সেই বিয়েতে বর কনে নানা রকম ঘটনা ঘটায় যেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। নবদম্পতিদের নাচ গান দেখে আত্মীয়-স্বজনরা ছাড়া মেতে ওঠে নেটিজেনরা।বর বউ গুরুজনদের আশীর্বাদ নিয়ে প্রত্যেকটা বিয়ে সম্পন্ন হয়।





নানারকম নিয়মের মধ্যেও নতুন বউ বরকে প্রণাম করবে এটাও নিয়ম। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়া এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ঠিক তার উল্টোটা।মালা বদলের সময় বউ বরকে মালা পরিয়ে প্রণাম করলো তারপর বর মালা পরিয়ে হঠাৎ বউকে প্রণাম করেছে।





এই দেখে আত্মীয়রা ঠাট্টা করেছে এবং বউ চমকে উঠেছে।এই ভিডিওর নেটদুনিয়ায় বেশ নজর কেড়েছে। বিয়ের এমন অনেক ঘটনাই ঘটে কিন্তু এটি ব্যতিক্রম। ইতিমধ্যেই দর্শক এই ভিডিওটি শেয়ার ও লাইক করেছেন।
























