প্রায় ৮ মাস বন্ধ থাকার পর পশ্চিমব’ঙ্গে অবশেষে গড়াতে চলেছে লোকাল ট্রেনের চাকা। ১১ নভেম্বর, বুধবার থেকে সমস্ত যাত্রীর জন্য চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। খুশি যাত্রীরা। তবু একটি ব্যাপার নিয়ে তাঁদের কপালে ছিল চিন্তার ভাঁজ।
সেটি হল, মাসকাবারি ট্রেনের টিকিট বা মান্থলির মেয়াদ। যা স্বাভাবিকভাবে এতদিন পর ফুরিয়ে গিয়েছে। এবার ট্রেন চালুর পর সেই মান্থলি বা সিজন টিকিট ব্যবহার করা যাব’ে কিনা, তা নিয়ে চিন্তায় ছিলেন যাত্রীরা। সেই দুশ্চিন্তাও দূর করল রেল।
পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞ’প্ত িতে জানানো হয়েছে, লকডাউনের শুরু থেকে লোকাল ট্রেন বন্ধ থাকার এই গোটা সময়টা মান্থলি বা সিজিন টিকিটের মেয়াদে ধ’রা হবে না। বুধবার থেকে ট্রেন চালু হওয়ার পর সংশ্লিষ্ট মান্থলি টিকিটের মেয়াদ যোগ করে তা বাড়িয়ে দেওয়া হবে।
অর্থাৎ লোকাল ট্রেন বন্ধ হওয়ার সময় কোনও যাত্রীর মান্থলি টিকিটের মেয়াদ যতদিন বাকি ছিল ততদিনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। ধ’রা যাক, এক যাত্রীর মান্থলি টিকিটের মেয়াদ চলতি বছরের ২৬ মা’র্চ পর্যন্ত ছিল। কিন্তু ২১ মা’র্চের পর তিনি আর ট্রেনে যাতায়াত করতে পারেননি।
নতুন নিয়ম অনুযায়ী ১১ নভেম্বর থেকে ট্রেন চালু হলে পরের ৫ দিন পুরনো মান্থলি টিকিট দেখিয়েই তিনি ট্রেনে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি রেল জানিয়েছে, যাত্রীরা যে স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কে’টেছিলেন সেই কাউন্টার থেকেই তাঁদের মান্থলি বা সিজন টিকিটের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।
১১ নভেম্বর রেল পরিষেবা চালু হওয়ার দু’দিন আগে থেকে শুরু হচ্ছে মান্থলি টিকিট পুনর্নবীকরণের কাজ। ৯ নভেম্বর, সোমবার সকাল ৮টা থেকে রাজ্যের বিভিন্ন স্টেশনের টিকিট কাউন্টারে মান্থলির মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন যাত্রীরা। সেদিন থেকে নতুন মান্থলি টিকিটও কা’টা যাব’ে বলে জানা গিয়েছে।