পূর্বে যেখানে প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য দিতে হতো অডিশনের লম্বালাইন সেখানে বর্তমানে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে মুঠোফোনের,
বদৌলতে এক ক্লিকেই পৌঁছে যাওয়া যাচ্ছে লাখো লাখো মানুষের কাছে। পশুপাখির মজাদার কার্যকলাপ হোক কিংবা তথ্যসমৃদ্ধ কোনো ঘটনা,
কোয়ালিটির কন্টেন্ট হলেই তা মানুষের নিউজফিডে পৌঁছতে বেশি সময় নেয় না। ভিডিওগুলি দেখে দর্শকরা মজা পায় কিংবা সমৃদ্ধ হয়,
তাইজন্যেই লাখ লাখ ভিউস আসে। কমেন্ট পড়ে শয়ে শয়ে, শেয়ার হয় দ্রুত। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও দেখা যাচ্ছে। যেখানে একটি মিষ্টি দেখতে বাচ্চা নাচ করছে সামি সামি গানে। প্রসঙ্গত, গতবছর মুক্তি পাওয়া পুষ্পা সিনেমার গান এটি। রশ্মিকা মন্দার হুক স্টেপ এখানে ফলো করছে শিশুটি। বয়স কতই বা! ৫ কি ৬। তাকে দেখতে মত না সুন্দর তাঁর থেকেও মিষ্টি তাঁর নাচটি। সম্ভবত কোনো ইনস্টিটিউশনের মেম্বার সে। পরনে নীল টিশার্ট এবং প্যান্ট। আশেপাশেও তারই মতো বাচ্চারা ইউনিফর্ম পড়ে রয়েছে। গান চলছে। যেখানে অন্যান্য বাচ্চারা কেবল হাত পা ছুঁড়তে ব্যস্ত সেখানে এই মিষ্টি বাচ্চাটি রশ্মিকার স্টেপ অনুসরন করে নাচ করেছে। স্বভাবতই সবার মাঝে নজর কেড়েছে সে। আর তাই তার নাচের ভিডিওই ক্যামেরাবন্দী করা হয়েছে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে গুডওয়ে ফিটনেসের ফেসবুক পেজ থেকে। জুম্বা নাচের মাধ্যমে ফিটনেসের খেয়াল রাখার রীতি অতি সম্প্রতি প্রচলিত হয়েছে। ভারী স্বাস্থ্যের মেয়েটিও হয়ত সেইকারণেই ভর্তি হয়েছে সেখানে। ক্যাপশনে লেখা হয়েছে, কিউট মেয়ে।” ভিডিওটি ইতিমধ্যেই ৯০ হাজার মানুষ পছন্দ করেছেন। দেখে ফেলেছেন কয়েক লাখ মানুষ। ছ হাজারের বেশী মানুষ শেয়ার করেছেন ভিডিওটি। কমেন্ট করে নেটিজেনরা মেয়েটির প্রশংসা করেছে অঢেল। কেউ বলছেন, মেয়েটিকে প্রথাগত নাচের তালিম নেওয়ালে অনেক দূর যাবে সে। আবার কেউ বলছেন, তার মধ্যে নাচ করার সহজাত প্রতিভা রয়েছে। এক নেটিজেন লিখেছেন, “গানটা মেয়েটির জন্য ঠিকঠাক নয়। এটি একটি অ্যাডাল্ট গান। অভিভাবকরা দয়া করে বিষয়টা দেখবেন।” সবমিলিয়ে এখন নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠেছে মেয়েটি। তবে আর অপেক্ষা কিসের! দেখে ফেলুন ভিডিওটি।