Home / News / মাত্র ৫ টাকার হাওয়াতে ৪০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই বাইকে৷

মাত্র ৫ টাকার হাওয়াতে ৪০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে এই বাইকে৷

গত কয়েক বছরে ভারতের বাজারে বাইকের সংখ্যা ভালোরকম বেড়েছে৷ তবে এমন এক দ্রুতগতির বাইক বাজারে এসেছে যা কিনতে গেলে বাইকপ্রেমিরা পেট্রলের ভ’য়ে পিছিয়ে আসতে হবে না৷ কারণ পেট্রল নয় এই দ্রুতগামী বাইক চলবে হাওয়াতে৷ শুনতে অবাক লাগলেও এই অসাধ্য সাধনই করেছেন লখনউয়ের এক বিজ্ঞানী৷ ইতিমধ্যেই এটি পরীক্ষায় সফলও হয়েছে৷

জানা গিয়েছে, লখনউয়ের এই বিজ্ঞানী প্রায় ৯ বছর আগে এই এয়ার ইঞ্জিন আবি’ষ্কার করেছিলেন৷ তাঁর এই আবি’ষ্কারের পিছনে বড় ভূমিকা পালন করেছিল গ্লোবাল ওয়ার্মিং৷ সেই স’ঙ্গে ছিল আমজনতার টাকার সমস্যা৷ এয়ার-ও-বাইক প্রস্তুতকারকরা মনে করেন, জ্বা’লানি বাঁচবে, গ্লোবাল ওয়ার্মিং সমস্যা কিছুটা হলেও কমবে, আবার আমআদমির আর্থিক সাশ্রয় হবে৷

এই নয়া এয়ার-ও-বাইক নির্মাণের পিছনে ভারত রাজ সিং গু’রুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে জানা যায়৷ বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে রয়েছেন বিআর সিং৷ তিনি জানান, তাঁর এই আবি’ষ্কার যখন রাস্তায় নামবে তখন দূষণে প্রায় ৫০ শতাংশ রাশ টানা সম্ভবপর হবে৷

এই আবি’ষ্কারের অন্যতম প্রধান উদ্দেশ্য, পেট্রল-ডিজে’লের পরিবর্তে, জ্বা’লানি বাঁচানোকে অনেকেই বাহবা দিচ্ছেন৷ এর ইঞ্জিনের খরচও বেশ কম বলে জানা গিয়েছে৷ অ্যালুমিনিয়ামের সিলিন্ডার বানিয়ে এয়ার-ও-বাইকে তা লাগানো হয়েছে৷ সবথেকে প্রথমে এই আবি’ষ্কারকে টু হুইলারে কাজে লাগানো হয়েছে৷ এতে ৫ টাকার হাওয়াতে ৪০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাব’ে৷

হাওয়াতে চললেও এতে বাইকের স্পীডে কোনও প্রভাব পড়বে না৷ এয়ার-ও-বাইক ঘন্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে চলতে পারে৷ ভারত রাজ সিং তার এই আবি’ষ্কারের অনুমোদনের জন্য সরকারের কাছে প্রস্তাবও পাঠিয়েছেন বলে জানা গিয়েছে ৷

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *