Home / News / মাত্র ৪৭ হাজার টাকায় মার্কেটে এলো বাজাজের নতুন বাইক, ১ লিটারে মাইলেজ ৯০ কিমি!

মাত্র ৪৭ হাজার টাকায় মার্কেটে এলো বাজাজের নতুন বাইক, ১ লিটারে মাইলেজ ৯০ কিমি!

Copy

উৎসবের মর’সুমে অতিরিক্ত বেশ কয়েকটি নতুন ফিচার সহ বাজারে এল বাজাজের সিটি ১০০-এর নতুন মডেল । নতুন মডেলের নাম রাখা হয়েছে ‘সিটি ১০০ কেএস’। এতে আট’টি নতুন ফিচার যোগ হয়েছে। আর মিলবে ৪৭ হাজার টাকারও কমে।

নতুন এই বাইকের সামনের সাসপেন্সর আরও আরা’ম’দায়ক এবং উন্নত করা হয়েছে। ফুয়েল মিটারে এমন প্রযুক্তি ব্যবহার হয়েছে যা বাইকে ঠিক কতটা পরিমান জ্বা’লানি রয়েছে তার সঠিক মাপ দেখাবে।

হ্যান্ডলবারে ব্যবহার করা হয়েছে ক্রস টিউব, যা আরও বেশি স্টেবিলিটি দেবে। আরও আরা’ম’দায়ক সিট থাকছে নতুন মডেলে। এছাড়াও আরও বেশ কিছু ফিচার যোগ হয়েছে বাইকটিতে।

গ্লস ইবনি ব্ল্যা’কের স’ঙ্গে নীলের ছোঁয়া, ম্যাট অলিভ গ্রিনের স’ঙ্গে হলুদ এবং গ্লস ফ্লেম রে’ড এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ‘বাজাজার সিটি ১০০ কেএস’। দিল্লিতে এক্স শোরুম দাম রাখা হয়েছে ৪৬ হাজার ৪৩২ টাকা।

বাজাজ অটো লিমিটেডের মা’র্কেটিং হেড নারায়ণ সুন্দররমন জানিয়েছেন, ‘সিটি’ ব্র্যান্ডের সব মডেলই এর শক্তিশালী এবং সাশ্রয়কারী গু’ণের জন্য পরিচিত। এই মডেলটিও ক্রেতাদের মন কাড়বে বলে দাবি করেছেন তিনি।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *