মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ২০০ বছরের পুরনো শিব মন্দির! – কয়েকদিন আগেই ওড়িশায় মহানগরীর নিচ থেক ৫০০ বছরের পুরনো ৬০ ফুট মন্দিরের সন্ধান পেয়েছিল আর্কিও লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল। তারপর গোটা দেশে
শোরগোল পড়ে গিয়েছিল। ওড়িশার পর এবার অন্ধ্রপ্রদেশে মিলল সাক্ষাৎ ভগবানের দর্শন। অন্ধ্রপ্রদেশ এর নেল্লোলের পেরুমাল্লাপাড়ু গ্রামের সামনে বালি খাদানে কাজ চলার সময় সন্ধান মিলেছে একটি প্রাচীন স্থাপত্যের। স্থানীয়দের দাবি,এটি
২০০ বছরের পুরনো শিব মন্দির। স্থানীয়রা আরও বলেন যে, এই মন্দির নাকি ভগবান পরুশুরাম স্থাপন করেছিলেন। এই মন্দির বহুবছর আগে মাটির তলায় চলে যায় পেন্না নদীর গতিপথ পরিবর্তন হওয়ায়। এই শিব মন্দিরের সাথে ঐতিহাসিক
নাগেশ্বর স্বামীর মন্দিরের মিল রয়েছে বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদপত্র। আর্কিওলজি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রামসুব্বা জানিয়েছে, ‘এখন স্থাপত্যটির বাকি অংশ খুঁড়ে বার করায় হল তাদের প্রধান কাজ। তিনি আরও বলেন এই বিষয়টি নিয়ে এক্ষুনি কিছু বলা যাবেনা। বিস্তারিত পরীক্ষার পর সবটা বোঝা যাবে।’
কয়েকদিন আগেই ওড়িশায় মহানগরীর নিচ থেক ৫০০ বছরের পুরনো ৬০ ফুট মন্দিরের সন্ধান পেয়েছিল আর্কিও লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল। তারপর গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। ওড়িশার পর এবার অন্ধ্রপ্রদেশে মিলল সাক্ষাৎ ভগবানের দর্শন। অন্ধ্রপ্রদেশ এর নেল্লোলের পেরুমাল্লাপাড়ু গ্রামের সামনে বালি খাদানে কাজ
চলার সময় সন্ধান মিলেছে একটি প্রাচীন স্থাপত্যের। স্থানীয়দের দাবি,এটি ২০০ বছরের পুরনো শিব মন্দির। স্থানীয়রা আরও বলেন যে, এই মন্দির নাকি ভগবান পরুশুরাম স্থাপন করেছিলেন। এই মন্দির বহুবছর আগে মাটির তলায় চলে যায় পেন্না নদীর গতিপথ পরিবর্তন হওয়ায়। এই শিব মন্দিরের সাথে ঐতিহাসিক নাগেশ্বর স্বামীর মন্দিরের মিল রয়েছে
বলে দাবি করেছে একটি সর্বভারতীয় সংবাদপত্র। আর্কিওলজি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রামসুব্বা জানিয়েছে, ‘এখন স্থাপত্যটির বাকি অংশ খুঁড়ে বার করায় হল তাদের প্রধান কাজ। তিনি আরও বলেন এই বিষয়টি নিয়ে এক্ষুনি কিছু বলা যাবেনা। বিস্তারিত পরীক্ষার পর সবটা বোঝা যাবে।’