









মাটির নিচ থেকে ৩ কোটি টাকার সোনা পেয়ে ভাগ্য পরিবর্তন এই দরিদ্র পরিবারের – “যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন”- কপাল ভালো থাকলে মাথা থেকে ও মূল্যবান রত্ন পাওয়া যায়। আবার কপাল মন্দ থাকলে অজান্তেই খোয়া যায়





বহুমূল্য সম্পদ।তবে আজ আমরা জানবো কতটা কপাল ভালো থাকলে তাল তাল সোনা মাটির তলা থেকে উঠে আসে হাতে।মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি পরিবার এক রাতের মধ্যে সাড়ে ৩ কেজি সোনা মাটির তলা থেকে উদ্ধার করেছে। তারা এই সোনাগুলো পেয়েছেন





ভিক্টোরিয়ার তারণাগুলো এলাকায়। পরিবারটি নিজেদের গুপ্তধন আবিষ্কারক বলতেই পছন্দ করেছেন। মার্কিন ডলার হিসেবে এই সোনার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ ইউএসডি, ভারতীয় মুদ্রায় যা প্রায় তিন কোটি টাকা র সমান। উদ্ধারকারীরা জানিয়েছেন যে, যেখানকার মাটি খুঁড়ে তারা





এত বিশাল পরিমাণ সোনা পেয়েছেন, সেখানে বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে সেখানে জমি আছে তাল তাল সোনা। তাই সোনা সন্ধানের কাজটা আরও বেশি আকর্ষণীয় হয়েছিল তাদের কাছে। এই সোনার যদি ৩০ শতাংশ অর্থ এই পরিবারটি পান তাহলে তাদের ভবিষ্যৎ





ভালোভাবে কেটে যাবে বলে মনে করছেন তারা। তারা জানিয়েছেন যে, বহু বছর ধরে এখানে সোনা জমা ছিল কিন্তু কেউ সেটা খুঁজে পাননি। তারাই প্রথম সন্ধান পেয়েছেন এই সোনার।ছোট বড় সবকিছু মিলিয়ে ওজন হবে সাড়ে তিন কেজির মতো।তারাই প্রথম,যারা একক ভাবে এই বিশাল পরিমাণ সোনা মাটির তলা থেকে উদ্ধার করলেন।





এই সোনা উদ্ধার করার পর তারা এখনও আশাবাদী যে নিজেদের মেধা এবং বুদ্ধি লাগিয়ে এভাবে আরো অন্য কোন স্থান থেকে আরো সোনা উদ্ধার করতে পারবন।ভবিষ্যতে এমন আরো সোনা পেলে তাদের জীবনে চিন্তাই করতে হবে না।
























