মহাপ্রলয়ের আশঙ্কায় ফুঁসছে সাগর; লাল সতর্কতা জারি বিজ্ঞানীদের – প্রবল ভূমিকম্প ধেয়ে আসছে আলাস্কায়। আর এই ভূমিকম্পের জেরে ভয়াবহ সুনামি আছড়ে পড়ার সম্ভাবনা আছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ৭.৫। আর সোমবার এই ভূমিকম্পের পর এলাকা খালি
করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সুনামির আশঙ্কায় ওই দ্বীপপুঞ্জের ঘনবসতিপূর্ণ সামুদ্রিক জায়গাগুলিকে খালি করতে শুরু করেছে প্রশাসন। আলাস্কার উত্তরপূর্ব দিকে একশো কিলোমিটার অঞ্চল সুনামি রিস্ক জোন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই আলাস্কার স্যান্ড পয়েন্টে ভূমিকম্পের
গর্ভের ৬০ মাইল দূরত্বে ২ ফুট পর্যন্ত ঢেউ উঠছে। আলাস্কা অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে ভূমিকম্পটি মাটির থেকে ২৫ মাইল নীচে সৃষ্ট হয়েছে। যদিও এই ভূমিকম্পের জেরে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবন এলাকা। এই ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
করোনা রোগীদের সামনে ডিস্কো ডান্সার চিকিৎসক, তুমুল ভাইরাল ভিডিও
কিন্তু কখনো সখনো তাদেরও ইচ্ছে করে একটু বিশ্রাম নিতে একটু আনন্দে সামিল হতে। জীবনকে নিজের মতো করে উপভোগ করতে। অথচ বন্ধু বান্ধব, পরিবার থেকে দূরে থেকে সারাক্ষণ পিপিই, গ্লাভস, ফেস শিল্ড পড়ে রোগীদের সেবাতেই কেটে যায় দিন। তবে শুধুমাত্র
শারীরিকভাবে সুস্থতা নয় মানসিকভাবেও রোগীরা যাতে সাহস পান, আনন্দে থাকেন তার নজরও ডাক্তাররা রাখেন। এমনই এক ঘটনার নজির মিলল সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে রোগীকে হাসিখুশি রাখার চেষ্টা করছেন স্বাস্থ্যকর্মীরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে পিপিই পরে এক ইএনটি সার্জন ডান্স করছেন। যেমন নিখুঁত স্টেপ তেমন অসামান্য ফিটনেস। কোভিড রোগীদের মন ভাল রাখতে
সাবলীলভাবে তাদের সামনে ডিস্কো ডান্সার গানে নেচে গেলেন। এক ঝলক দেখলে মনে হবে ঠিক যেন হৃত্বিক রোশন। এই ইএনটি সার্জেন এর নাম অরূপ সেনাপতি। অসমের শিলাচর মেডিক্যাল কলেজের চিকিৎসক তিনি। তার এই ভিডিও দেখে প্রশংসায় ভরে গেছে কমেন্ট বক্স