বাংলা ইন্ডাস্ট্রিতে এক জনপ্রিয় অভিনেত্রীর নাম মধুমিতা সরকার। যে অভিনয় জীবন শুরু করেছিল বাংলার টেলিভিশন থেকে কিন্তু বর্তমানে,
তার বড় পর্দা এবং ওটিটিতে অবাদ বিচরণ। কিন্তু স্টার জলসায় বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকে অভিনেতা যশ দাশগুপ্তর বিপরীতে অভিনয়,
করেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাকে বাংলার দর্শক চেনে ‘পাখি’ নামে। অর্থাৎ এই ধারাবাহিকে তার চরিত্রের নাম ছিল পাখি।
প্রসঙ্গত মধুমিতাকে শেষ দেখা গিয়েছে ‘কুলের আচার’ ছবিতে। বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে এই ছবিটি বেশ ভালোই সাড়া ফেলেছিলো বক্স অফিসে এবং বিক্রমের সাথে তার জুটিও বেশ জনপ্রয়তা অর্জন করেছিল। এছাড়া পাশাপাশি শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই নাকি দক্ষিণের ছবিতে দেখা যাবে তাকে। টিভির পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মধুমিতা বেশ জনপ্রিয়। প্রায় সারা বছরই ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় তাকে। কিন্তু সকল টয়লেট তারকাদের মতই তিনিও অনুষ্ঠান উৎসবে ট্রাডিশনাল পোশাকে বেছে নেন।
সম্প্রতি কালীপুজোতেও প্রত্যেক টলি অভিনেত্রীদের দেখা গেছে ট্রেডিশনাল সাজিয়ে মেতে উঠতে। আর সেখানেই নানারকম পোশাকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন নিজেদের সুন্দর লুকের। আর সেই প্রতিযোগিতাতে টলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের ছাপিয়ে গেলেন মধুমিতা সরকার। এইদিন নীল রূপোলি লেহেঙ্গায় নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী।দীপাবলির ফোটোশুট করেছেন অভিনেত্রী। লাহেঙ্গার সঙ্গে পরেছেন মানানসই গয়না এবং মেকআপ। তাকে কখনো হাতে থালা ভর্তি প্রদীপ নিয়ে দেখা গেছে আবার কখনো নানান পোজে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। এই রূপ দেখেই প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।