Home / News / ভা’গ্য বদ’লঃ ৭৫০ কেজির বি’শালাকৃতি মাছ ধ’রা পড়েছে মৎস্যজীবীদের জালে

ভা’গ্য বদ’লঃ ৭৫০ কেজির বি’শালাকৃতি মাছ ধ’রা পড়েছে মৎস্যজীবীদের জালে

Copy

মৎস্যজীবীদের জালে বড় সাইজের মাছ ধ’রা পড়ার ঘটনা নতুন নয়। তবে এবার যেটা হল, সেটা সত্যিই বিরল। তবে এবার ঘটনাস্থল দীঘা বা ওড়িশা উপকূল নয়। এবার ঘটনাস্থল কর্ণাটক। সেখানে মৎস্যজীবিদের জালে ধ’রা পড়েছে ৭৫০ কেজির বিশালাকৃতি মাছ, যা দেখে কার্যত ‘হতবাক মৎস্যজীবীরাই।

ম’ঙ্গলবার নৌকা নিয়ে মাঝসমুদ্রে রওনা হন সুভাষ সাইলান নামে এক মৎস্যজীবী। আর তাঁর জালেই ধ’রা পড়ে এই শংকর মাছ। এর স’ঙ্গে আড়াইশো কেজির আরও একটি মাছ জালে ধ’রা পড়ে। সুভাষ যখন মাছ নিয়ে উপকূলে আসেন, তখন মাছ দুটি বয়ে নিয়ে যেতে একট ক্রেন নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির। এর মুখ হয় অনেক বড়, শিং-এর মত ধা’রাল লেজ। এই মাছ বিরল প্রজাতির।

ভারতে খুব বেশি সংখ্যায় দেখা যায় না। এই ধরণের মাছ সাধারণত উষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে কর্ণাটকের নাগাসি’দ্ধির মৎস্যজীবীদের জালে এমন বিশালাকৃতি মাছ ধ’রা পড়ার ঘটনা সত্যিই বিরল।

Check Also

সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ, বিক্রি হল ৪৩ লক্ষ টাকায়।

Copy ওপার বাংলার সুন্দরবনের নদীতে মিলল প্রায় ৭ ফুটের তেলেভোলা মাছ। ৭৮ কেজির ওজনের মাছটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *