Home / News / বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধার সাইকেলে চড়ে ২২০০ কি.মি পথ পাড়ি

বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধার সাইকেলে চড়ে ২২০০ কি.মি পথ পাড়ি

বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধার সাইকেলে চড়ে ২২০০ কি.মি পথ পাড়ি – বয়স মানুষের কাছে কেবলমাত্র একটি সংখ্যা, এমনটাই প্রমাণ করলেন ৬৮ বছরের এক বৃদ্ধা। তিনি বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে ২২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন। সম্প্রতি তাঁরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা গিয়েছে, রেখা

দেবাংকর নামে ৬৮ বছর বয়সী ওই বৃদ্ধা একাই সাইকেলে করে বৈষ্ণদেবীর পথে পাড়ি দিয়েছেন। তাঁর বাড়ি খামগাঁও থেকে ২২০০ কিলোমিটার পথ পেরিয়ে তিনি তার লক্ষ্যে ছুটে চলেছেন। আর তার এই ২২০০ কিলোমিটার পথের মধ্যে পড়ে একটি পাহাড়ি অঞ্চলও। তবে তিনি এই

যাত্রাপথে কোন জায়গায় বাস অথবা অন্যান্য যান বেছে নেন নি। গোটা রাস্তাটায় তিনি পার হয়েছেন সাইকেল চালিয়ে। জানা গিয়েছে, ওই বৃদ্ধা গত ২৪ শে জুলাই বৈষ্ণদেবীর পথে রওনা দিয়েছিলেন। এরপর তিনি প্রতিদিন প্রায় ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে এতটা পথ পার

করেছেন। আর এই কীর্তি জানার পর ওই বৃদ্ধার সাহস এবং ভক্তিকে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। পাশাপাশি তার এই যে মনের জোর অর্থাৎ আত্মবিশ্বাস তা নিয়েও আলোচনা সর্বত্র। তবে তিনি এই যাত্রাপথে কোন জায়গায় বাস অথবা অন্যান্য যান বেছে নেন নি।

গোটা রাস্তাটায় তিনি পার হয়েছেন সাইকেল চালিয়ে। জানা গিয়েছে, ওই বৃদ্ধা গত ২৪ শে জুলাই বৈষ্ণদেবীর পথে রওনা দিয়েছিলেন। এরপর তিনি প্রতিদিন প্রায় ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে এতটা পথ পার করেছেন। আর এই কীর্তি জানার পর ওই বৃদ্ধার সাহস এবং ভক্তিকে কুর্নিশ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। পাশাপাশি তার এই যে মনের জোর অর্থাৎ আত্মবিশ্বাস তা নিয়েও আলোচনা সর্বত্র।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...