Wednesday , September 27 2023
Home / News / ব্যাঙ্কের এই নিয়মে বড় বদল, RBI ঘোষণা করলো নতুন নিয়ম, প্রতিটা ব্যাংক গ্রাহকদের জানা অতি জরুরি!

ব্যাঙ্কের এই নিয়মে বড় বদল, RBI ঘোষণা করলো নতুন নিয়ম, প্রতিটা ব্যাংক গ্রাহকদের জানা অতি জরুরি!

দেশে এই মুহূর্তে চলছে চরম আর্থিক সঙ্কট এর মধ্যে দিয়ে যাচ্ছে । তারপর লেগে আছে বেকারত্বের মতন একটি সমস্যা । এমতাবস্থায় সাধারণ মানুষ এর রীতিমতো নাজেহাল অবস্থা । কাজেই তারা ঠিক বুঝে উঠতে পারছেন না এই সময়ে কিভাবে নিজেদেরকে রাখবেন শান্ত ।

ঠিক পথে চালাবে নিজের সংসার। ঠিক সে সময়ে বিভিন্ন সংস্থা এবং ব্যাংক তাদের গ্রাহকদের জন্য একের পর এক নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে এসেছে। যার ফলে তাদের সেই সমস্ত গ্রাহকরা উপকৃত হবেন । ঠিক সেরকমই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের ক্ষেত্রে নিয়ে এলো পরিবর্তন । যা আপনার জানা প্রতি অবশ্যই দরকার ।

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এট নির্দেশিকা জারি করেছে যে নির্দেশিকা জানানো হচ্ছে সুদের হার সম্পর্কে তারা একটি বৈঠক করেছিলেন। নেওয়া হয়েছে বেশ কিছু বড় সিদ্ধান্ত । তো চলুন দেখে নেয়া যাক কি সিদ্ধান্ত নিয়েছে।

১) সুদের হারে কোন বদল হয়নি । রেপো রেট ৪% থাকবে ।

২) MPC সবার সম্মতি নিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ থাকবে ৷

৩. আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, গ্রামীণ এলাকায় অর্থব্যবস্থার উন্নতি হয়েছে ৷ চলতি আর্থিক বছরে রেকর্ড শস্য উৎপাদন হয়েছে ৷ পরিযায়ী শ্রমিকরা ফের শহরে কাজে ফিরছে ৷

৪)অফিস গুলি আবার শুরু হয়েছে । তার সাথে সাথে অনলাইন কমার্স আবার চাঙ্গা হয়েছে ।

৫). আর্থিক বছর ২০২১-এর জিডিপিতে ৯.৫ শতাংশের মন্দা দেখা দিতে পারে ৷

৬). সরকারের তরফে এমএসএমই-কে দেওয়া ঋণে ২ শতাংশ হিসেবে সুদে যে সাহায্য করা হয় তা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

৭) রবি শস্য দেশে ভালো মতন উৎপাদন হচ্ছে । তবে এর পাশাপাশি দেশের আর্থিক ব্যবস্থা কে নির্দিষ্ট ট্রেকে পুনরায় ফিরিয়ে আনার ওপর জোর দেওয়া হচ্ছে

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...