Wednesday , September 27 2023
Home / News / বিয়ের পরেও স্বামী-স্ত্রীর একসঙ্গে থাকার অনুমতি নেই যেখানে!

বিয়ের পরেও স্বামী-স্ত্রীর একসঙ্গে থাকার অনুমতি নেই যেখানে!

বিয়ের পর থেকেই একই ছাদের নীচে স্বামী-স্ত্রী বসবাস করবে, এটাই নিয়ম কিংবা রীতি। কিন্তু ভারতের রাজস্থানের উদয়পুরে বিয়ের পরেও একসঙ্গে থাকার অনুমতি নেই স্বামী-স্ত্রীর। যদিও এটি সবার ক্ষেত্রেই নয়। ‘গোনা’ নামে একটি স’ম্প্রদায় এটি মে’নে চলে।

কয়েক দশক আগে এ এলাকায় বাল্যবিয়ের প্রচলন ছিল। শিক্ষা ও সচেতনতায় সেই হার অনেকটা কমে এসেছে। তবুও কয়েকটি পরিবার আজও নিজেদের পুরনো এই সংস্কৃতি ও রীতি ধ’রে রেখেছে।

এখানে বাল্যবিয়ের পরে বধূকে এনে রাখা হয় বাপের বাড়িতেই। মেয়ে বড় হতে থাকে তার মতো করেই। বেশ কয়েক বছর পর স্বামী স্বনির্ভর হলেই দাম্পত্যজীবন কা’টানোর অনুমতি দেয় পরিবার। বেশকিছু রীতিনীতি মে’নেই ধুমধাম করে বধূকে পৌঁছে দেয়া হয় শ্বশুরবাড়িতে। আমন্ত্রিত থাকেন প্রচুর অতিথিও। তাদের সামনেই স’ম্প্রদান করা হয় কন্যা।

উদয়পুরের আশেপাশে রয়েছে ‘গোনা’র মতোই আরো কয়েকটি উপজাতি স’ম্প্রদায়। তাদেরও রয়েছে কিছু নিজস্ব আচার, সংস্কৃতি ও রীতিনীতি।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...