৫৫ বছর বয়সী বৃ,দ্ধা ৩ ছেলে ১ মেয়ে নাতী-নাতনী রেখে প,রকী,য়ার টানে বিয়ের দাবিতে ৩০ বছর বয়সী এক যু,বকের বাড়িতে উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর থেকে চাঞ্চল্যকর এ ঘটনাটি সিরাজগ,ঞ্জের শাহজাদপুর
উপজেলার পোতাজিয়া ইউনিয়নের দিঘিরপাড়া মহ,ল্লায় ঘটেছে। এলাকাবাসী জানায়, উপজেলার পো,তাজিয়া ইউনিয়নের দিঘিরপাড়া ম,হল্লার মৃত আব্দুল মান্নানের স্ত্রী খা,দিজা বেগমের (৫৫) সাথে গত কয়েক বছর ধরে একই মহ,ল্লার যুবক
হাবিল (৩০) এর পর,কীয়া প্রেম চলে আসছিলো। একপর্যায়ে বিয়ের প্র,তিশ্রু,তি দিয়ে মঙ্গলবার দুপুরে বৃ,দ্ধা খাদিজাকে নিয়ে বাড়ি ওঠে হাবিল। এরপর পরিবারের সদস্য ক্ষোভ জানালে। পরিস্থিতি খারাপ দেখে বৃ,দ্ধ খাদি,জাকে বাড়ি রেখে
হাবিল পালিয়ে যায়। এবিষয়ে বিকেলে বৃদ্ধা খাদিজা সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছর ধরে হাবিলের সাথে তার পর’কীয়া প্রেম চলে আসছে। বিয়ে করার কথা বলে হাবিল তাকে বাড়িতে নিয়ে এসেছে। এজন্য ঘরের দরজা বন্ধ করে
দিয়ে তিনি হাবিলের বাড়িতে অবস্থান করছেন।’এদিকে, ৪ সন্তান, নাতী -নাতনী ফেলে বিয়ের দাবীতে যু,বকের বাড়িতে ওই বৃ,দ্ধার অবস্থান নেয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চা,ঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এনিয়ে বৃদ্ধার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।