Home / Health / বিক্রি করতে আনা ছাগল মালিকের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল

বিক্রি করতে আনা ছাগল মালিকের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল

Copy

পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি। গৃহপালিত পশুরা বলতে না পারলেও তারা কিন্তু আকার-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে অনেক কিছু।

পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়। সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে সম্প্রতি। যা ভাইরাল হয়েছে। বিক্রির জন্য পোষ্য ছাগলকে বাজারে নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। পেল্লায় ছাগলটিকে কেনার জন্য ভিড় জমেছিল। দর হাঁকাহাঁকিও চলছিল।

ছাগলটিকে ক্রেতার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিতেই সেখানে উপস্থিত সকলকে চমকে দিয়ে মালিকের কাঁধে মাথা রেখে করুণ সুরে ডাকতে শুরু করে ছাগলটি। চোখ থেকে জলও গড়িয়ে পড়েছিল।

Check Also

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ নিম পাতার ৭টি জাদুকরী উপকারিতা

Copy নিম একটি ঔষধি গাছ যার ডাল, পাতা, রস সবই কাজে লাগে। নিম একটি বহুবর্ষজীবী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *