Home / News / বাড়িতে খুব টিকটিকির উপদ্রপ!এই চারটি জিনিস দিয়ে সহজেই তাড়ান টিকটিকি, ১০০%গ্যারান্টি

বাড়িতে খুব টিকটিকির উপদ্রপ!এই চারটি জিনিস দিয়ে সহজেই তাড়ান টিকটিকি, ১০০%গ্যারান্টি

সবার বাড়িতেই এই বিরক্তিকর প্রাণী টিকটিকি রয়েছে। যা দেখতে নিরোহ হলে ও ছোটোখাটো হলেও আসলে এই প্রাণীটি খুব বিষাক্ত একটি প্রাণী। বাজার থেকে আমরা টিকটিকি মারার বিভিন্ন রাসায়নিক স্প্রে নিয়ে আসি,তারপরেও বাড়ি থেকে টিকটিকির উপদ্রব কমতে চায় না। তাই কিছু ঘরোয়া উপায় বেঁছে নেওয়া হলো টিকটিকির উপদ্রব থেকে বাঁচার জন্য।

১.ঘরের যে যে জায়গায় টিকটিকির উপদ্রব,সেখানে ন্যাপথলিনের বল বা ন্যাপথলিনের গুঁড়ো দিয়ে রাখুন। টিকটিকি আর ধরে কাছেও ঘেঁষবে না।

২.জানলার কোনায় কোনায় রসুনের কোয়া রেখে দিন,টিকটিকি সেই এলাকা ছেড়ে পালাবে।

৩.গোলমরিচ বা মরিচের গুঁড়ো তিন থেকে চার কাপ জলে ভিজিয়ে রেখে দিন,মিনিমাম ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন। তারপর সেই জল যেখানে যেখানে টিকটিকি আসে সেখানে স্প্রে করুন।

৪.আবার ঘরের ময়ূরের পালক রেখে দিলে টিকটিকি আসতে পারে না।

নিমপাতার ম্যাজিকের মতো ব্যবহার জেনে নিন

আমাদের বাড়ির আসে পাশে বা বাড়ির ভিতরে নিমগাছ প্রায়ই দেখা যায়। আর এই নিমপাতা হলো মহাঔষধ। নিমপাতা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে। নিমপাতার প্রচুর গুন্ রয়েছে,আজকে তারই কিছু জানব-

১.ব্রণ বা মুখে কালো ছাপ হলে নিমপাতা বাটা খুব উপকারী।

২.চোখ জ্বালা করলে বা লাল হয়ে গেলে নিমপাতা জলে সেদ্ধ করে সেই জল দিয়ে চোখ ধুলে উপকার পাবেন।

৩.কেটে গেলে বা পোকার কামড় খেলে ক্ষতস্থানে নিমপাতা বাটা লাগিয়ে নিন। ইনফেকশন হবে না। ক্ষত তাড়াতাড়ি শুকোবে।

৪.ডায়াবেটিস রোগীদের জন্যও নিমপাতা খুব উপকারী। নিয়ম করে নিমপাতা খান।

৫.পেটের সমস্যাতেও নিমপাতা খেলে উপকার পাবেন।

Check Also

কচি কাঁঠালের এঁচোড় দিয়ে চিংড়ি মাছ এইভাবে রান্না করলে তার স্বাদ হবে দারুন! গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, রইলো স্টেপ বাই স্টেপ পদ্ধতি!

আমরা বাঙালি মাত্রই ভোজন রসিক, বিশেষ করে গ্রাম গঞ্জের লোকাল যত খাবার আছে, বিভিন্ন পালা ...