৫১ পীঠের মধ্যে কালীঘাট অন্যতম পীঠ। সর্বদাই কৃপাময়ী কালীঘাটের আনন্দময়ী মা৷ মায়ের মাহাত্ম্য সবার কাছেই রয়েছে ২০০ বছরেরও পুরনো কালীঘাটের মন্দির৷ দুর্গতরা মায়ের শরণে আসেন প্রতিদিনই দূর দূরান্ত থেকে৷ প্রতিটি সন্তানের কাছে আবেগের নাম হল এই মা নামটি, ভাল থাকার নাম, প্রয়োজনের নাম৷
সর্বোপরি জীবনের অন্য নাম মা নামটি আসলে৷ মায়ের কাছে তাঁর সন্তান আর কী বা চেয়ে থাকেন একটি শান্তি-সমৃদ্ধি, জীবনে সুখ ইত্যাদি ছাড়া৷ মা রক্ষা করেন জীবনে-মরণে, সংসার হয়ে ওঠে সুখের মায়ের কৃপাতেই৷ দুঃখ যখন শেষ করে জীবনকে ঠিক তখনই সন্তানকে রক্ষা করেন শক্তিময়ী মা তারা৷
৫১ পীঠের মধ্যে কালীঘাট অন্যতম পীঠ। সর্বদাই কৃপাময়ী কালীঘাটের আনন্দময়ী মা৷ মায়ের মাহাত্ম্য সবার কাছেই রয়েছে ২০০ বছরেরও পুরনো কালীঘাটের মন্দির৷ দুর্গতরা মায়ের শরণে আসেন প্রতিদিনই দূর দূরান্ত থেকে৷ প্রতিটি সন্তানের কাছে আবেগের নাম হল এই মা নামটি, ভাল থাকার নাম, প্রয়োজনের নাম৷
সর্বোপরি জীবনের অন্য নাম মা নামটি আসলে৷ মায়ের কাছে তাঁর সন্তান আর কী বা চেয়ে থাকেন একটি শান্তি-সমৃদ্ধি, জীবনে সুখ ইত্যাদি ছাড়া৷ মা রক্ষা করেন জীবনে-মরণে, সংসার হয়ে ওঠে সুখের মায়ের কৃপাতেই৷ দুঃখ যখন শেষ করে জীবনকে ঠিক তখনই সন্তানকে রক্ষা করেন শক্তিময়ী মা তারা৷