Home / Hindu / বারেবারে রক্ষা করেন কালীঘাটের আনন্দময়ী মা, দূর হয় সব হীনতা

বারেবারে রক্ষা করেন কালীঘাটের আনন্দময়ী মা, দূর হয় সব হীনতা

Copy

৫১ পীঠের মধ্যে কালীঘাট অন্যতম পীঠ। সর্বদাই কৃপাময়ী কালীঘাটের আনন্দময়ী মা৷ মায়ের মাহাত্ম্য সবার কাছেই রয়েছে ২০০ বছরেরও পুরনো কালীঘাটের মন্দির৷ দুর্গতরা মায়ের শরণে আসেন প্রতিদিনই দূর দূরান্ত থেকে৷ প্রতিটি সন্তানের কাছে আবেগের নাম হল এই মা নামটি, ভাল থাকার নাম, প্রয়োজনের নাম৷

সর্বোপরি জীবনের অন্য নাম মা নামটি আসলে৷ মায়ের কাছে তাঁর সন্তান আর কী বা চেয়ে থাকেন একটি শান্তি-সমৃদ্ধি, জীবনে সুখ ইত্যাদি ছাড়া৷ মা রক্ষা করেন জীবনে-মরণে, সংসার হয়ে ওঠে সুখের মায়ের কৃপাতেই৷ দুঃখ যখন শেষ করে জীবনকে ঠিক তখনই সন্তানকে রক্ষা করেন শক্তিময়ী মা তারা৷

৫১ পীঠের মধ্যে কালীঘাট অন্যতম পীঠ। সর্বদাই কৃপাময়ী কালীঘাটের আনন্দময়ী মা৷ মায়ের মাহাত্ম্য সবার কাছেই রয়েছে ২০০ বছরেরও পুরনো কালীঘাটের মন্দির৷ দুর্গতরা মায়ের শরণে আসেন প্রতিদিনই দূর দূরান্ত থেকে৷ প্রতিটি সন্তানের কাছে আবেগের নাম হল এই মা নামটি, ভাল থাকার নাম, প্রয়োজনের নাম৷

সর্বোপরি জীবনের অন্য নাম মা নামটি আসলে৷ মায়ের কাছে তাঁর সন্তান আর কী বা চেয়ে থাকেন একটি শান্তি-সমৃদ্ধি, জীবনে সুখ ইত্যাদি ছাড়া৷ মা রক্ষা করেন জীবনে-মরণে, সংসার হয়ে ওঠে সুখের মায়ের কৃপাতেই৷ দুঃখ যখন শেষ করে জীবনকে ঠিক তখনই সন্তানকে রক্ষা করেন শক্তিময়ী মা তারা৷

Check Also

তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের মাহাত্ম্য

Copy তারা মায়ের স্বপ্নাদিষ্ট অব্যর্থ ওষুধ খেয়ে সুস্থ হন রোগীরা, রয়েছে ৪০০ বছরের প্রাচীন মন্দিরের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *