









বাজারে ছেয়ে গেছে জা’ল নোটে, কীভাবে চিনবেন ন’কল নোট? – বাজারে প্রায় ছেয়ে গেছে নকল ২০০০ টাকার নোটে! ঠিক যেভাবে ৪ বছর আগে জাল নোটে ছেয়ে গিয়েছিল গোটা দেশ। এর পরেই ১০০০ টাকার নোটকে বাতিল করে বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল। তার পরিবর্তে





নতুন ২০০০ টাকার নোট আনা হয়েছিল। এরপর চার বছর কেটে গেছে তবুও সরকার ১০০০ টাকার নোট বাজারে আনে নি। সম্প্রতি ২০০০ টাকার জাল নোট বাজারে ছেয়ে গেছে তাই আপনিও সাবধানে হন। খবর সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ২০০, ৫০০, ২০০০ টাকার





জাল নোট আসতে শুরু করেছে। তবে এই ধরনের জাল নোট উদ্ধার এর ক্ষেত্রে গুজরাট এক নম্বরে রয়েছে। খবর সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই গুজরাট রাজ্যে ১২ কোটি টাকারও বেশি জাল নোট উদ্ধার হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে ১০ কোটি এবং পাঞ্জাবে ৫০ লক্ষ টাকার





নোট উদ্ধার হয়েছে। সম্প্রতি ২০০০ টাকার নোটের সংখ্যা কমতে শুরু করেছে আর অন্যদিকে বেড়ে চলেছে ২০০০ টাকার জাল নোটের সংখ্যা। এখন আপনি জাল নোট থেকে কিভাবে রেহাই পাবেন তার জন্য RBI (রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) বেশ কয়েকটি তথ্য দিয়েছে, যা





থেকে সহজে চেনা যাবে নকল না আসল। চলুন দেখে নেওয়া যাক – ∆ নোটের সামনের অংশে: ১) স্বচ্ছ রেজিস্টার আলোয় ধরলে টাকার অঙ্কটি পরিষ্কার 2000 দেখা যাবে। ২) ওই নোটকে ৪৫% কোণে ধরলে টাকার অংক স্পষ্ট 2000 বোঝা যাবে। ৩) 2000 টাকার সংখ্যাটি





দেবনাগরি হরফে লেখা থাকবে। ৪) নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। ৫) নোটের মধ্যে RBI এবং 2000 মাইক্রো অক্ষরে লেখা থাকবে। ৬) নোটটি একসাইডে কাত করলেই থ্রেডের রং সবুজ থেকে নীল হয়ে যাবে। একইভাবে ডানদিকে নিচের ২০০০ লেখাটি সবুজ থেকে





নীল রঙে পরিবর্তন হবে। ৭) গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, ঋণপত্রের স্বীকৃতি থাকবে। ৮) মহাত্মা গান্ধীর ছবি ও ইলেক্ট্রটাইপ (2000) জলছবি থাকবে। ৯) নম্বর প্যানেল, ছোট থেকে বড় হয়ে আসবে নম্বর গুলো ১০) একেবারে ডানদিকে অশোক স্তম্ভের ছবি থাকবে। ∆ নোটের





পিছনের অংশে- ১১) ২০০০ টাকার নোটটি কোন সালে ছাপা হয়েছে তা লেখা থাকবে। ১২) নোটের পিছনের অংশে স্বচ্ছ ভারত এর লোগো ও স্লোগান থাকবে। ১৩) কেন্দ্রের কাছাকাছি নোটটির বিভিন্ন ভাষায় লেখা থাকবে। ১৪) এমনকি মঙ্গল অভিযানেরও ছবি থাকবে।
























