Home / Exception / বাঁধাকপি কিনতে গিয়ে বাজার হতে বাড়িতে ফিরলেন কোটিপতি হয়ে

বাঁধাকপি কিনতে গিয়ে বাজার হতে বাড়িতে ফিরলেন কোটিপতি হয়ে

বাঁধাকপি কিনতে গিয়ে বাজার হতে বাড়িতে ফিরলেন কোটিপতি হয়ে –

ভাগ্য কখন কাকে কোন দিকে নিয়ে যাবে তা বলা মুশকিল। তাই কখনো অহমকার করতে নেই। কথায় বলে “ভগবান যাব’ দিতে হ্যা ছপ্পর ফাড়কে দ্যাতে হে।” ভাগ্যদেবী কখন কার প্রতি সদয় হবেন তা আগে থেকে বোঝা বড়ই মুশকিলের। এই যেমন

এই ব্যক্তিটির কথা ভাবুন গিয়েছিলেন বাঁধাকপি কিনতে ফিরলেন কোটি টাকা জিতে। বাবার কথায় বাজারে গিয়েছিলেন বাঁধাকপি কিনতে কিন্তু ওখানে গিয়ে চোখ পড়লো যে লটারি চলছে‌। ওমনি ভাগ্য পরখ করতে একটা টিকিট কিনে ফেললেন আর তাতেই বাজিমাত, রাতারাতি হয়ে

গেলেন কোটিপতি। জিতলেন 2 লাখ 25 হাজার ডলার। না কোনো সিনেমা’র ক্রিপ্ট নয় বাস্তবের ঘটেছে এমন ঘটনা।আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ভেনেসা ওয়ার্ডের সাথে এমনটাই ঘটনা ঘটেছে। মা’র্কিন সংবাদ সংস্থার মাধ্যমে তিনি জানিয়েছেন যে মেরিল্যান্ডের টেম্পল হিলসের

বাড়ি থেকে বেরিয়ে গ্রুভটনের গ্রসারি স্টোরে যান তিনি। সেখানে হঠাৎ নজর পরে লটারির দিকে। আর এরপরই সাতপাঁচ না ভেবে বাঁধাকপি কেনার পর store থেকে ভার্জিনিয়া লটারির একটা “উইন আ স্পিন” ক্র্যাচ করা টিকিট কিনে টিকিট কিনে বাড়ি ফিরে আসেন।লটারি জিততে

পেরেছেন কিনা তা জানতে এই টিকিটটি scratch করে দেখতে হয়। এরপর পুরস্কার জিততে একটি চাকা ঘোরাতে হয়। ওই চাকাটি যে পুরস্কারের অর্থমূল্যে গিয়ে থামবে সেই টাকায় জেতেন ক্রেতা। আর সেই মতই বাড়ি ফিরে ভেনেসা টিকিটের স্ক্র্যাচ করতেই দেখেন লটারি সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন তিনি।

Check Also

শ্যাম্পুর সঙ্গে চিনি মেশালে মু’হূর্তেই মিলবে যে আ’শ্চর্য উপকার!

ময়লা চুল প’রিষ্কার করার জন্য সবাই শ্যাম্পু ব্যবহার করেন। এতে চুল প’রিষ্কার, সিল্কি ও শাইনি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *