Home / Lifestyle / বয়স ৩৮ পেরোলেও চেহারায় নেই ক্লান্তির ছাপ, রইলো ক্যাটরিনার স্কিন কেয়ার রুটিন

বয়স ৩৮ পেরোলেও চেহারায় নেই ক্লান্তির ছাপ, রইলো ক্যাটরিনার স্কিন কেয়ার রুটিন

এই মুহূর্তে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) বহুলচর্চিত নায়িকা। কিছুদিন আগেই ভিকি কৌশল (Vicky Kaushal)-এর সাথে তাঁর বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পরেও তাঁর চেহারায় এতটুকু ক্লান্তির ছাপ নেই। এর মূল কারণ হল তাঁর স্কিনকেয়ার রুটিন এবং সঠিক ঘুম।

ক্যাটরিনা নিজের ত্বকের প্রতি বিশেষ ভাবে যত্নশীল। তিনি খেয়াল রাখেন, কোনোভাবেই যেন তাঁর ত্বকে ময়লা না জমে। ফলে প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি ক্লিনজিং মিল্ক লাগিয়ে মুখ পরিস্কার করে নেন।

প্রতিদিন শুটিংয়ের কারণে তাঁকে মেকআপ করতে হয়। ক্লিনজিং মিল্ক তা সম্পূর্ণ ভাবে তুলে ফেলতে সাহায্য করে। এরপর ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেন তিনি। মুখ পরিষ্কার করার পর ক্যাটরিনা লাগান বিউটি অয়েল। এরপর তিনি সঠিক সময় অবধি ঘুমাতে পছন্দ করেন।

ক্যাটরিনার স্কিন কেয়ার রুটিন

Check Also

সকাল বেলা ঘুম থেকে উঠে ভুলেও করবেন না এই সাতটি কাজ…

চানক্য ছিলেন দার্শনিক, গুরু, সর্বপরি এক কূটনীতিক ও অর্থনীতিবিদ। মানুষের স্বভাব সম্পর্কে তিনি অনেক কিছু ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *